প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 20 মার্চ 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. হিমাচল প্রদেশে ‘Mission 414’ নামে নতুন ক্যাম্পেইন লঞ্চ করল — নির্বাচন কমিশন
2. ভারতের তৈরি Dornier Aircraft কেনার জন্য — ভারতের সাথে চুক্তি করল Guyana
3. Poonawalla Fincorp -এর নতুন MD এবং CEO হলেন — অরবিন্দ কপিল
4. Indian Wells ATP টুর্নামেন্ট জিতলেন — স্পেনের খেলোয়াড় Carlos Alcaraz
5. হায়দ্রাবাদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলেছে — Global Spirituality Mahotsav
6. সামাজিক ও মানবিক কাজের জন্য Diana Memorial Award পেলেন — উদয় ভাটিয়া ও মানসী গুপ্তা
7. রাঁচিতে তৈরি করা হচ্ছে — পূর্ব ভারতের প্রথম Honey Testing Lab
8. সম্প্রতি Geo Heritage Site -এর তকমা পেল — তেলেঙ্গানার Pandavula Gutta