প্রাইমারি স্কুল কাউন্সিলে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস/ অষ্টম শ্রেণী পাস।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Chairman, District Primary Council, Alipurduar, Court Complex, P.O.- Alipurduar Court, Dist.- Alipurduar.
আবেদনের শেষ তারিখ- 8 নভেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.alipurduar.gov.in
চন্দ্রকোনা কলেজে গ্রূপ-সি এবং গ্রূপ-ডি স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই গ্রূপ-ডি পদে নিয়োগ করা হবে, গ্রূপ-সি পদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গ্রূপ-ডি পদের ইন্টারভিউ হবে 29 নভেম্বর 2019।
গ্রূপ-সি পদের আবেদনের শেষ তারিখ- 14 নভেম্বর 2019। আবেদনপত্র পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে 31 অক্টোবর থেকে।
অফিশিয়াল ওয়েবসাইট- www.chandrakonavm.ac.in
কোচবিহার জেলায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- এগ্রিকালচার/ হটিকালচার/ সেরিকালচার/ এগ্রি ইকোনমিক্স/ ভেটেরিনারি সায়েন্স বিষয়ে গ্রাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রী পাস।
আবেদনের শেষ তারিখ- 8 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.atmacoochbehar.org
মালদা জেলায় কুক এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ- 4 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.malda.gov.in
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে গ্রূপ-সি এবং গ্রূপ-ডি পদে নিয়োগ করা হবে। খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রায় 400 শূন্যপদে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস।
মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমেই জানিয়ে দেওয়া হবে।
ঝাড়গ্রাম জেলা পরিষদে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রূপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 15 নভেম্বর 2019
অফিসিয়াল ওয়েবসাইট- www.jhargram.gov.in
বর্ডার রোড অর্গানিসেশন মাল্টি স্কিল্ড ওয়ার্কার পদে নিয়োগ। মোট 540 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক মোটর/ ভেহিকেল বা ট্রাক্টরে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- GREF centre, Dighi Camp, Pune, Pin 411015
আবেদনপত্র পৌছানোর শেষ তারিখ- 24 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.bro.gov.in
554 শূন্যপদে হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করবে দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক হয়ে থাকলে যেকোন ছেলে মেয়ে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 13 নভেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.delhipolice.nic.in
সারা ভারত জুড়ে রেল বিভাগের ছয়টি ওয়ার্কশপে মোট 2590 টি শূন্যপদে অ্যাপ্রেনটিসশিপ পদে নিয়োগ করা হবে। এরমধ্যে পশ্চিমবঙ্গের শূন্যপদ রয়েছে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটি সার্টিফিকেট।
আবেদনের শেষ তারিখ- 31 অক্টোবর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.nfr.indianrailways.gov.in
ভিলাই স্টিল প্লান্টে 294 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা/ ফার্মাসি/ নার্সিং কোর্স পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 15 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.sail.co.in
706 শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ। নিয়োগ করবে দিল্লি ফায়ার সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স।
আবেদনের শেষ তারিখ- 6 নভেম্বর পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট- www.dsssb.delhi.gov.in
সরাসরি রেলির মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলার তরুণরা এই রেলিতে অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- 45% নম্বর নিয়ে মাধ্যমিক পাস (প্রতিটি বিষয়ে অন্তত 33 শতাংশ নম্বর থাকতে হবে)।
রেলি হবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন রিক্রিয়েশন ক্লাব গ্রাউন্ডে, 22 শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 6 নভেম্বর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in
রেলির মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট নয় জেলা থেকে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট পদে নিয়োগ। আবেদন করতে পারবেন উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমানের তরুণরা। রেলি হবে 2 ডিসেম্বর কোলাঘাটে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে অন্তত 55 শতাংশ নম্বর সহ ফার্মাসিতে ডিপ্লোমা অথবা স্নাতক।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 6 নভেম্বর 2019
অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in