পরীক্ষা প্রস্তুতি

WBJEE Admit Card: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এই তারিখ থেকে

Advertisement

সকল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি সুখবর। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নির্ধারিত সময় তালিকা অনুযায়ী রাজ্যে অনুষ্ঠিত হবে এবারের জয়েন এন্ট্রান্স পরীক্ষা। পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ী ২৮ এপ্রিল রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। আসন্ন লোকসভা ভোটের জন্য পরীক্ষার তারিখের পরিবর্তন হওয়ার সম্ভাবনা উঠলেও এখনো পর্যন্ত সেই নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি করেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এ কারণেই পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহল মনে করছে নির্ধারিত তারিখ অনুযায়ী এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজন করা হবে।

এদিন বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে আগামী ১৮ তারিখ থেকে জয়েন এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে। সেক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা হবে বলে অনুমান করেছেন পরীক্ষার্থীরা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এ বছর রেজিস্ট্রেশন করেছেন তারা বোর্ডের ওয়েবসাইটে আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। স্টুডেন্ট লগইন অপশন এ গিয়ে নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড

আরও পড়ুনঃ কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে ব্যাঙ্ক একাউন্টে পাবেন ১৫ হাজার টাকা

প্রথম পত্রের পরীক্ষায় সময়সীমা থাকছে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। প্রথম পত্রের বিষয় হচ্ছে গণিত। দ্বিতীয় পত্রের পরীক্ষার সময়সীমা দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের বিষয় হল ফিজিক্স এবং কেমিস্ট্রি। যে সকল পরীক্ষার্থী প্রথম ও দ্বিতীয় দুটি পরীক্ষাতেই অংশগ্রহণ করবেন তাদের জন্য জেনারেল মেরিট লিস্ট থাকবে। এই সকল পরীক্ষার্থীরা এই মেরিট নম্বর থেকে রাজ্যের যেকোনো ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি কলেজে ভর্তি হতে পারবেন। তবে যে সকল পরীক্ষার্থীরা কেবলমাত্র দ্বিতীয় পত্রের পরীক্ষায় বসবেন তাদের জন্য ফার্মেসি মেরিট লিস্ট থাকবে। এই মেরিট লিস্টের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা কেবলমাত্র ফার্মেসি কলেজ গুলিতেই ভর্তি হতে পারবেন। অন্যদিকে, যে সমস্ত পরীক্ষার্থীরা কেবলমাত্র প্রথম পত্রের পরীক্ষা দেবেন তাদের জন্য নির্দিষ্ট কোন মেরিট লিস্ট থাকবে না।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড

Related Articles