পরীক্ষা প্রস্তুতি

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১

Advertisement

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayet Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayet Practice Set 1

1. “পরশুরাম”- কার ছদ্মনাম?

[A] মানিক বন্দোপাধ্যায়
[B] প্রেমেন্দ্র মিত্র
[C] রাজশেখর বসু
[D] নজরুল ইসলাম

উত্তরঃ [C] রাজশেখর বসু

2. ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?

[A] তিরুবন্তীপুরম
[B] পোখরান
[C] ভাইজ্যাগ
[D] বালাকোট

উত্তরঃ [B] পোখরান

WB Gram Panchayet Practice Set 2024

3. পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি?

[A] পানামা খাল
[B] লীলাপ খাত
[C] জিনপি খাত
[D] মারিয়ানা খাত

উত্তরঃ [D] মারিয়ানা খাত

4. প্যারামিসিয়াম -এর গমন অঙ্গের নাম কি?

[A] সিলিয়া
[B] মুকু
[C] ফিউরা
[D] দারুব

উত্তরঃ [A] সিলিয়া

5. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?

[A] মঙ্গল
[B] বুধ
[C] শুক্র
[D] প্লুটো

উত্তরঃ [B] বুধ

6. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে?

[A] বাল গঙ্গাধর তিলক
[B] দয়ানন্দ সরস্বতী
[C] রাজা গোপালাচারী
[D] বি. আর. আম্বেদকর

উত্তরঃ [B] দয়ানন্দ সরস্বতী

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত সিলেবাস ২০২৪

7. নীচের কোন শিল্পটি কোরাপুটে গড়ে উঠেছে?

[A] জাহাজ নির্মাণ শিল্প
[B] উড়োজাহাজ নির্মাণ শিল্প
[C] লৌহ ইস্পাত শিল্প
[D] বৈদ্যুতিক লোকোমোটিভ শিল্প

উত্তরঃ [B] উড়োজাহাজ নির্মাণ শিল্প

8. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?

[A] পান্না
[B] নীলগিরি
[C] মানস
[D] সুন্দরবন

উত্তরঃ [B] নীলগিরি

9. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কিরূপ?

[A] একমুখী
[B] ক্রোকার
[C] বহুমুখী
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] একমুখী

10. ফুটবলের ইতিহাসে হেড দিয়ে সর্বোচ্চ গোল কে করেছেন?

[A] মেসি
[B] মারাদোনা
[C] রোনাল্ডো
[D] জিদান

উত্তরঃ [C] রোনাল্ডো

WB Gram Panchayet Practice Set 2024

Related Articles