প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 18 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৪ ইয়ং গ্লোবাল লিডার হিসেবে নির্বাচিত হলেন — Nykaa সংস্থার কর্ণধার আদিত্য নায়ার
2. Vels University সম্প্রতি ডক্টরের সম্মানের সম্মানিত করল — চলচ্চিত্র অভিনেতা রাম চরণ কে
3. BharatPe সংস্থার নতুন CEO হলেন — নলিন নেগি
4. ভারতের প্রথম হাইব্রিড ক্রিকেট পিচ তৈরি হতে চলেছে — ধরমশালাতে
5. IMF -এর ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন — Kristalina Georgieva
6. বিশ্বের দশম ব্যস্ততম বিমানবন্দরের তকমা পেল — দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
7. Badminton Asia Championship 2024 শিরোপা জিতলেন — ইন্দোনেশিয়ার Jonatan Christie
8. টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০টি ছয় মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন — রোহিত শর্মা
9. টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছটি ছয় মারা তৃতীয় ক্রিকেটার হলেন — নেপালের দীপেন্দ্র সিং আইরি
10. Mathematical Olympiad 2024 -এ — ২ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ পদক পেল ভারত