কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 19 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 19 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিকস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন -এর সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন — সৌরভ গর্গ

2. এবারের বিশ্ব হেরিটেজ দিবসের থিম ছিল — Disaster & Conflicts Through the Lens of the Venice Charter

3. সম্প্রতি ১০৩ বছর বয়সে প্রয়াত হলেন — ভারতীয় বায়ুসেনার বর্ষিয়ান স্কোয়াড্রন লিডার দিলীপ সিং মাজিতিয়া

4. মেডিকেল ডিভাইস ক্যালিবারেশন -এর জন্য ভারতের প্রথম মোবাইল ফ্যাসিলিটি লঞ্চ করল — আইআইটি মাদ্রাস

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. ইজরায়েলের বিরুদ্ধে — True Promise নামে নতুন অপারেশন লঞ্চ করল ইরান

6. বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করল — নাইজেরিয়া

7. ভ্রমণের জন্য খুবই বিপদজনক দেশের তালিকায়পাকিস্তানকে অন্তর্ভুক্ত করল UK

8. সম্প্রতি 89 বছর বয়সে মারা গেলেন — কর্নাটকের সংগীত শিল্পী KG Jayan

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles