যেকোনো ধরনের বিমার কথা বললেই যেই নামটি সবার সামনে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হল LIC অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কোম্পানি অথবা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। দীর্ঘ সময় ধরে ভারতে মানুষের আশা ভরসা হয়ে উঠেছে এই জীবন বীমা কোম্পানি। প্রচুর মানুষ এই কোম্পানির বিভিন্ন স্কিমের মাধ্যমে বীমা করেছেন। গ্রাম থেকে শহর ভারতের যেকোনো প্রান্তের মানুষ এলআইসি সম্পর্কে অবগত। বিশ্বাসের সঙ্গে মানুষ এলআইসির বিভিন্ন বীমা গ্রহণ করেন কারণ মেয়াদ পূরণ হওয়ার পর এলআইসি বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেয়।
একাধিক স্কিমের মধ্যে স্কিম অনুযায়ী রিটার্ন পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। বিভিন্ন পলিসির বিভিন্ন শর্তাবলীর ওপর নির্ভর করে বিনিয়োগকারী ম্যাচুরিটির পর কত টাকা পাবেন। তবে বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই জানেন না তাদের টাকা নিয়ে ঠিক কি করে এই কোম্পানি। সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গেছে, এলআইসি তাদের সংস্থায় বিনিয়োগ হওয়া অর্থের প্রায় ৬৭ শতাংশ বন্ডে বিনিয়োগ করে। ইকুইটি শেয়ারে বিনিয়োগ করেছে প্রায় ৪.৭ লক্ষ কোটি টাকা। এছাড়া বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সম্পত্তিতে এলআইসি বিনিয়োগ করেছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। এলআইসিতে জমা হওয়া অবশিষ্ট অর্থ তারা মিউচুয়াল ফান্ড, সহায়ক সংস্থা এবং অন্যান্য ঋণ সিকিউরিটিতে বিনিয়োগ করে থাকে।
আরও পড়ুনঃ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সমস্ত চাকরির খবর
লাইফ ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি তে এই মুহূর্তে ১ লক্ষেরও বেশি কর্মচারী কর্মরত আছেন। এছাড়া সারা দেশ জুড়ে এই কোম্পানির প্রায় ১৩ লক্ষ এজেন্ট রয়েছে। যা ভারতের সমস্ত বীমা সংস্থার এজেন্টের প্রায় ৫৫ শতাংশ। এলআইসির এনডাউনমেন্ট, টার্ম ইন্সুরেন্স, চিলড্রেন প্ল্যান, পেনশন সহ মাইক্রো ইন্সুরেন্স এর অধীনে প্রায় ২৮ – ২৯ কোটি টাকার পলিসি রয়েছে। গত বছরের ডিসেম্বর মাস অব্দি এলআইসির বাজারে শেয়ার ছিল ৫৮.৯ শতাংশ, এক বছর আগে যার পরিমাণ ছিল ৬৫.৪ শতাংশ।