পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সারা রাজ্যজুড়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখেছিল রাজ্যবাসী। ইডি-সিবিআই -এর হানা থেকে শুরু করে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের গ্রেফতারি পর্যন্ত হয়েছে এই মামলাতে। প্রায় দীর্ঘ ৫ মাসের কাছাকাছি এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বন্দী আছেন জেলখানায়। এমতবস্থায়, মামলার শুনানি দ্রুত শেষ করে রায়দানের পথে হাঁটছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলার রায়দান হতে পারে। নির্বাচনের মধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
লোকসভা ভোটের ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ৪ঠা জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান যথেষ্ট গুরুত্বপূর্ণ। দীর্ঘ সওয়াল-জবাব এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণাার তারিখ জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। জানানো হয়েছে, আগামী সোমবার সকাল ১০টা বেজে ৩০ মিনিটে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই এই রায়দানের দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন। প্রায় ২৪ হাজারের বেশি নিয়োগের দুর্নীতি নিয়ে রায় ঘোষণা করা হবে এ দিন। এই রায় ঘোষণার ফলে যেমন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের তেমনি আবার কর্মরত কিছু প্রার্থীর চাকরি যাওয়ার সম্ভাবনাও থাকছে। সব মিলিয়ে প্রায় ৩৫০ টি মামলার রায় এদিন যৌথভাবে ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত উদ্ধার ৩৬৫ কোটি টাকা
এসএসসির গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রায় ২৪ হাজারের বেশি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। যেই নিয়োগের বিরুদ্ধে পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা করেন চাকরিপ্রার্থীদের একাংশ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় -এর অধীনে চলা বেশ কিছু মামলায় অনেকের চাকরি বাতিল হয়। চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতো ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলাগুলির শুনানি শুরু হয়। অর্থাৎ প্রায় পাঁচ মাসের কাছাকাছি সময় ধরে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলাগুলির শুনানি চলছিল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রসিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলেছে। গত ২০শে মার্চ একটি বিশেষ বেঞ্চে এই মামলাগুলির শুনানি হয়, এরপর রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার সেই রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট।