প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 22 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. সম্প্রতি তিনটি নতুন আর্কিওলজিক্যাল সাইটের সন্ধান পাওয়া গেল — তেলেঙ্গানাতে
2. Skytrax Airport Award 2024 -এ শ্রেষ্ঠ এয়ারপোর্ট সম্মান পেল — ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ দোহা
3. সম্প্রতি আর্যভট্ট পুরস্কার পেলেন — পাভুলুরি সুব্বা রাও
4. আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন — জাপানের Kento Momota
5. ভারত BrahMos ক্রুজ মিসাইলের প্রথম ব্যাচ প্রদান করল — ফিলিপিন্সকে
6. World Press Photo Award 2024 জিতলেন — মহাম্মদ সালেম