রাজ্যে জেল হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নং 1073/ DC 3-1,701,8/6/2021
পদের নাম- হোল টাইম কনট্যাক্টচুয়াল মেডিক্যাল অফিসার
শূন্যপদ- 3 টি।
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 52,380/- টাকা।
চাকরির খবর:
মাধ্যমিক পাশে কোলফিল্ডে নিয়োগ চলছে
১০ হাজার শূন্যপদে গ্রামীণ ব্যাংকে চাকরি
মাধ্যমিক পাশে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ
উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
পদের নাম- হোল টাইম কনট্যাক্টচুয়াল ফার্মাসিস্ট
শূন্যপদ- 2 টি।
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 12,000/- টাকা।
পদের নাম- পার্ট টাইম সাইকিয়াট্রিস্ট
শূন্যপদ- 1 টি।
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 18,000/- টাকা।
আবেদন- উপরিউক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে আগামী 12 জুনের মধ্যে।
ইন্টারভিউ- প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়েযর মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে আগামী 15 জুন দুপুর 12 টায়। আরও বিস্তারিত তথ্যের জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।