কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 26 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. মাঝ আকাশে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল Crystal Maze 2 -এর সফল পরীক্ষণ করল — ভারতীয় বায়ুসেনা

2. রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন — নরসিংহ যাদব

3. সম্প্রতি ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন — ভারতীয় সাইকোলজির জনক সুধীর কাকার

4. হিমাচল প্রদেশে উদ্বোধন করা হল — ভারতের প্রথম মাল্টি পারপাস গ্রীন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট

5. সম্প্রতি লতা দিনোনাথ মঙ্গেশকর আওয়ার্ডে সম্মানিত হলেন — চলচ্চিত্র অভিনেতা রনদ্বীপ হুডা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. ICC Men’s T20 World Cup 2024 -এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — উসাইন বোল্ট

7. Axis Bank -এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন — অমিতাভ চৌধুরী

8. ডেটা ট্রাফিকের নিরিখ বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি হল — Reliance Jio

9. ভারতে OpenAI কোম্পানির প্রথম কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন — প্রজ্ঞা মিশ্র

10. সিঙ্গাপুর এবং হংকংয়ে ব্যান করা হল — MDH এবং Everest মশলা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles