মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, এবারের পরীক্ষায় মূল পরীক্ষার্থীদের ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মাধ্যমিকের মেধা তালিকায় এবারে স্থান হয়েছে মোট ৫১ জনের। আজকের প্রতিবেদনে মাধ্যমিক ২০২৪ সালের মেধা তালিকায় অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা দেওয়া হল।
মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা
➡️ প্রথম স্থান
চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল
➡️ দ্বিতীয় স্থান
সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল
➡️ তৃতীয় স্থান
উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল
পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুল
নৈঋত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
➡️ চতুর্থ স্থান
তপজ্যোতি মণ্ডল, হুগলি
➡️ পঞ্চম স্থান
অর্ঘ্যদীপ বসাক, পূর্ব বর্ধমান
➡️ ষষ্ঠ স্থান
কৃশানু সাহা, দক্ষিণ দিনাজপুর
মহম্মদ সাহারুদ্দিন আলী, মালদহ
কৌস্তুভ সাহু, পশ্চিম মেদিনীপুর
অলিভ গায়েন, দক্ষিণ ২৪ পরগনা
➡️ সপ্তম স্থান
আসিফ কামাল, কোচবিহার
আবৃত্তি ঘটক, দক্ষিণ দিনাজপুর
আরত্রিক শ, বীরভূম
সুপমকুমার রায়, পূর্ব মেদিনীপুর
কৌস্তুভ মন্ডল, পূর্ব মেদিনীপুর
আলেখ্য মাইতি, দক্ষিণ ২৪ পরগনা
➡️ অষ্টম স্থান
ইন্দ্রানী চক্রবর্তী, পূর্ব বর্ধমান
দেবজ্যোতি ভট্টাচার্য, পূর্ব বর্ধমান
তনুকা পাল, পশ্চিম মেদিনীপুর
ঋদ্ধি মল্লিক, নদীয়া
➡️ নবম স্থান
রৌণক ঘোষ, দক্ষিণ দিনাজপুর
অস্মিতা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর
বিশালচন্দ্র মন্ডল, মোহামপুর
আমিনুল ইসলাম, মোহামপুর
চন্দ্রদ্বীপ দাস, সাঁইথিয়া
অরুনিমা চট্টোপাধ্যায়, বাঁকুড়া
অন্বেষা ঘোষ, ঝাড়গ্রাম
ধৃতিমান পাল, পশ্চিম মেদিনীপুর
সায়ক শাসমল
সাগর জানা
সাগ্নিক ঘটক
জিষ্ণু দাস, চাকদহ
ঋতব্রত নাথ
ঋত্বিক দত্ত
সায়ন দীপ মান্না
অরণ্যদেব বর্মন
➡️ দশম স্থান
ভূমি সরকার, উত্তর দিনাজপুর
বিশাল মন্ডল, মালদহ
সৌভিক দত্ত, বাঁকুড়া
অনিশ কোনার, পূর্ব বর্ধমান
অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমান
সম্পূর্ণ নাথ, পূর্ব বর্ধমান
নীলাঙ্কন মন্ডল, হুগলি
সৌমিক খাঁ, বাঁকুড়া
সৌম্যদীপ মন্ডল
অগ্নিভ পাত্র, পশ্চিম মেদিনীপুর
সম্পাদ পারিয়া, পূর্ব মেদিনীপুর
ঋতম দাস, পূর্ব মেদিনীপুর
শুভ্র কান্তি জানা, দক্ষিণ ২৪ পরগনা
ঈশান বিশ্বাস।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।