কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 16 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 16 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. গুগল আর্টস্ এন্ড কালচার সম্প্রতি লঞ্চ করল — Millets: Seeds of Change

2. সম্প্রতি TCS ফ্রান্সের প্যারিসে উন্মোচন করল — গ্লোবাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স

3. ৯২ বছর বয়সে প্রয়াত হলেন — নোবেল পুরস্কার জয়ী বিখ্যাত লেখক Alice Munro

4. ভারতের ৮৫ তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন — তামিলনাড়ুর P Shyaamnikhil

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. ২৫ মে তারিখটিকে “বিশ্ব ফুটবল দিবস” হিসেবে ঘোষণা করল — জাতিসংঘ

6. রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন — Andrei Belousov

7. সাহিত্য একাডেমী ফেলোশিপ পেলেন — লেখক রাস্কিন বন্ড

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles