পরীক্ষা প্রস্তুতি

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১২

Advertisement

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayet Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayet Practice Set 12

1. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ কার আমলে পাস হয়?

[A] লর্ড লিটন
[B] লর্ড রিপন
[C] লর্ড আমহার্স্ট
[D] লর্ড ক্যানিং

উত্তরঃ [A] লর্ড লিটন

2. ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের (1907) সভাপতি ছিলেন—

[A] দাদাভাই নৌরজী
[B] বালগঙ্গাধর তিলক
[C] গোপালকৃষ্ণ গোখাল
[D] রাসবিহারী ঘোষ

উত্তরঃ [D] রাসবিহারী ঘোষ

WB Gram Panchayet Practice Set 2024

3. 1943 খ্রীষ্টাব্দের অক্টোবর মাসে সুভাষচন্দ্র বসু আর্জি হুকুমত-ই-হিন্দ প্রতিষ্ঠা করেন—

[A] রেঙ্গুনে
[B] সিঙ্গাপুরে
[C] জার্মানীতে
[D] জাপানে

উত্তরঃ [B] সিঙ্গাপুরে

4. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড ঘটে—

[A] 14ই আগষ্ট, 1920
[B] 13ই এপ্রিল, 1919
[C] 30শে জানুয়ারী 1918
[D] 15ই আগষ্ট 1930

উত্তরঃ [B] 13ই এপ্রিল, 1919

5. 1857 খ্রীস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা নিম্নলিখিতদের মধ্যে কাকে গ্রেফতার করে এবং ফাঁসি দেয়?

[A] লক্ষীবাঈ
[B] নানাসাহেব
[C] তাঁতিয়া টোপী
[D] এদের কেউ নয়?

উত্তরঃ [C] তাঁতিয়া টোপী

6. ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলমান সভাপতি—

[A] বদরুদ্দিন তৈয়বজী
[B] মহম্মদ আলি
[C] মৌলানা আজাদ
[D] এম. এ. জিন্নাহ

উত্তরঃ [A] বদরুদ্দিন তৈয়বজী

7. ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কার্যকলাপকে রানীর শাসনের নিয়ন্ত্রণ আনে?

[A] রেগুলেটিং অ্যাক্ট, 1773
[B] ফক্সের ভারত বিল, 1783
[C] পিটের ভারত শাসন আইন, 1784
[D] ভারত সরকার আইন, 1858

উত্তরঃ [D] ভারত সরকার আইন, 1858

8. কে ‘স্বত্ব বিলোপ’ নীতির প্রবর্তন করেন?

[A] লর্ড ডালহৌসী
[B] লর্ড কর্ণওয়ালিশ
[C] লর্ড রিপন
[D] লর্ড লিটন

উত্তরঃ [A] লর্ড ডালহৌসী

9. নিম্নের কোন জোড়টি সঠিক নয়—

[A] ইন্ডিয়ান মিরর: কেশবচন্দ্র সেন
[B] হিন্দু প্যাট্রিয়ট: শিশির কুমার ঘোষ
[C] দি বেঙ্গলি: সুরেন্দ্রনাথ ব্যানার্জী
[D] সংবাদ প্রভাকর: ঈশ্বর গুপ্ত

উত্তরঃ [B] হিন্দু প্যাট্রিয়ট: শিশির কুমার ঘোষ

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

10. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়?

[A] 1919
[B] 1920
[C] 1921
[D] 1922

উত্তরঃ [B] 1920

WB Gram Panchayet Practice Set 2024

Related Articles