এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 23
1. সুজা-উদ-দৌল্লা কোথাকার নবাব ছিলেন?
[A] আওয়াধ
[B] রোহিলখন্ড
[C] কর্ণাটক
[D] মুর্শিদাবাদ
উত্তরঃ [A] আওয়াধ
2. নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেনীতে অবস্থিত?
[A] হিমালয়
[B] সহ্যাদ্রি
[C] বিন্ধ্য
[D] কারাকোরাম
উত্তরঃ [A] হিমালয়
3. মনিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে আলাদা করেছে যে পর্বতশ্রেনী তা হল—
[A] আরাকান পাহাড়
[B] পাটকই পাহাড়
[C] বরাইল পাহাড়
[D] মনিপুর পাহাড়
উত্তরঃ [C] বরাইল পাহাড়
4. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার?
[A] 30
[B] 35
[C] 40
[D] 45
উত্তরঃ [B] 35
5. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোনটি?
[A] পাগলাঝোরা প্রস্রবণ
[B] জেমু হিমবাহ
[C] বিদাং হ্রদ
[D] কাঞ্চনজঙ্ঘা প্রস্রবণ
উত্তরঃ [B] জেমু হিমবাহ
6. ভারতের সবথেকে বেশী জনবহুল দ্বীপ হল—
[A] মাজুলী
[B] আন্দামান
[C] লাক্ষাদ্বীপ
[D] সলসেট
উত্তরঃ [A] মাজুলী
7. লন্ডনে যখন ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কমিটি গঠিত হয়, তখন ভারতের সম্রাট কে ছিলেন?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব
উত্তরঃ [A] আকবর
8. নাদির শাহ যখন দিল্লী আক্রমণ করেছিলেন, তখন মুঘল সম্রাট কে ছিলেন?
[A] আহমেদ শাহ
[B] বাহাদুর শাহ
[C] মহম্মদ শাহ
[D] দ্বিতীয় শাহ আলম
উত্তরঃ [C] মহম্মদ শাহ
9. অজন্তার গুহাচিত্র কোন সময়কার?
[A] হরপ্পা যুগ
[B] মৌর্য যুগ
[C] বৌদ্ধ যুগ
[D] গুপ্ত যুগ
উত্তরঃ [D] গুপ্ত যুগ
আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২২
10. দিন-ই-ইলাহিকে কে আকবরের মুর্খতার স্মারক বলেছিলেন?
[A] ভি এ স্মিথ
[B] এলিয়ট
[C] বাদাউনি
[D] ফৈজি
উত্তরঃ [A] ভি এ স্মিথ