এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 26
1. ‘রাজতরঙ্গিনী’-র রচয়িতা কে?
[A] মেগাস্থিনিস
[B] কলহন
[C] অল-বিরুনি
[D] হেরোডোটাস
উত্তরঃ [B] কলহন
2. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন—
[A] শেরশাহ
[B] গিয়াসউদ্দিন মহম্মদ শাহ
[C] বহুলুল খান লোদী
[D] হুমায়ুন
উত্তরঃ [A] শেরশাহ
3. শ্রীরঙ্গপত্তমে ‘স্বাধীনতার বৃক্ষ’স্থাপন করেছিলেন—
[A] হায়দার আলি
[B] টিপু সুলতান
[C] চিন্ কিলিচ্ খান
[D] মুর্শিদকুলি খান
উত্তরঃ [B] টিপু সুলতান
4. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙ্গার কারখানার জন্য বিখ্যাত?
[A] ওখা
[B] আলাঙ
[C] কান্দলা
[D] বেড়াভাল
উত্তরঃ [B]আলাঙ
5. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
[A] তেলেঙ্গানা
[B] কেরল
[C] জম্বু ও কাশ্মীর
[D] অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ [C] জম্বু ও কাশ্মীর
6. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
[A] মাদ্রাজ
[B] থাঞ্জাভূর
[C] কন্যাকুমারী
[D] করমন্ডল উপকূল
উত্তরঃ [B] থাঞ্জাভূর
7. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়?
[A] পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
[B] পারমাণবিক সংযোজন বিক্রিয়া
[C] প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
[D] কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া
উত্তরঃ [B] পারমাণবিক সংযোজন বিক্রিয়া
8. স্যার সি.ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য?
[A] বিক্ষেপণ
[B] বিচ্ছুরণ
[C] ব্যাতিচার
[D] সমবর্তন
উত্তরঃ [A] বিক্ষেপণ
9. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়—
[A] ফুসফুসের রোগ
[B] অন্ত্রের সংক্রমণ
[C] ফ্লুরোসিস
[D] রিকেট
উত্তরঃ [C] ফ্লুরোসিস
আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৫
10. তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়?
[A] শিলা
[B] মিনার
[C] মাটি
[D] জিবাশ্ম
উত্তরঃ [D] জিবাশ্ম
পুলিশ কনস্টেবল পরীক্ষার সব আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇