এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 28
1. সিকিমের শেষ স্বাধীন শাসক কে?
[A] ফুন্টসগ নামগেয়াল
[B] তেনসুং নামগেয়াল
[C] তাশি নামগেয়াল
[D] পালদেন নামগেয়াল
উত্তরঃ [D] পালদেন নামগেয়াল
2. বাসতা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাত
[C] রাজস্থান
[D] মধ্যপ্রদেশ
উত্তরঃ [B] গুজরাত
3. ECG লিপিবদ্ধ করে—
[A] হার্টবিট -এর হার
[B] বিভব পার্থক্য
[C] ভেন্ট্রিকুলার ঘনত্ব
[D] পাম্প করা রক্তের আয়তন
উত্তরঃ [A] হার্টবিট -এর হার
4. ইরানের মুদ্রা কী?
[A] ইরানি রিয়াল
[B] ইরানি রুবেল
[C] ইরানি ডিনার
[D] ইরানি ডলার
উত্তরঃ [A] ইরানি রিয়াল
5. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেন?
[A] লুম্বিনী
[B] সারনাথ
[C] কুশিনগর
[D] বোধগয়া
উত্তরঃ [D] বোধগয়া
6. পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
[A] তামা ও দস্তা
[B] তামা ও টিন
[C] তামা, নিকেল ও দস্তা
[D] তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
উত্তরঃ [C] তামা ও দস্তা
7. পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়?
[A] লাহোর
[B] দিল্লী
[C] বোম্বে
[D] লখনউ
উত্তরঃ [A] লাহোর
8. শোলা অরণ্য দেখা যায়—
[A] হিমালয় পর্বতে
[B] পশ্চিমঘাট পর্বতে
[C] বিন্ধ্য পর্বতে
[D] পূর্বঘাট পর্বতে
উত্তরঃ [B] পশ্চিমঘাট পর্বতে
9. বক্সারের যুদ্ধ ঘটে—
[A] ১৭৬২ খ্রিস্টাব্দে
[B] ১৭৬৪ খ্রিস্টাব্দে
[C] ১৭৬৮ খ্রিস্টাব্দে
[D] ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তরঃ [B] ১৭৬৪ খ্রিস্টাব্দে
10. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?
[A] সিঙ্গাপুর
[B] টোকিও
[C] বার্লিন
[D] রোম
উত্তরঃ [A] সিঙ্গাপুর