জেনারেল নলেজ

কেন্দ্রীয় মন্ত্রীসভা 2024 | Cabinet Ministers 2024

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রীসভা 2024: অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর গত 9 জুন, 2024 তারিখে শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। আজকের প্রতিবেদনে পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মন্ত্রীসভা 2024 তালিকা আপলোড করা হল। আজকের প্রতিবেদনে প্রকাশিত কেন্দ্রীয় মন্ত্রীসভা 2024 তালিকা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রীসভা 2024

2024 সালের লোকসভা নির্বাচন ভারতের অষ্টাদশ অর্থাৎ 18তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পর নবগঠিত মন্ত্রীসভা হল ভারতের 25তম মন্ত্রীসভা। নতুন এই মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী সহ মোট 30 জন ক্যাবিনেট মন্ত্রী এবং 46 টি বিভাগের রাজ্যমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। আজকের প্রতিবেদনে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024 -এর গুরুত্ত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীদের নাম এবং দপ্তরের তালিকা প্রকাশ করা হল।

Cabinet Ministers

কেন্দ্রীয় মন্ত্রীসভার তালিকা

কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024
নামদপ্তর
নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী, কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রী, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ
অমিত শাহস্বরাষ্ট্রমন্ত্রী, সমবায় মন্ত্রী
রাজনাথ সিংপ্রতিরক্ষা মন্ত্রী
নীতিন গড়করিসড়ক ও পরিবহন মন্ত্রী
জগৎ প্রকাশ নাড্ডাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, রাসায়নিক ও সার মন্ত্রী
শিবরাজ সিং চৌহানকৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, গ্রাম উন্নয়ন মন্ত্রী
নির্মলা সীতারামনঅর্থমন্ত্রী, কর্পোরেট বিষয়ক মন্ত্রী
এস. জয়শঙ্করবিদেশ মন্ত্রী
মনোহর লাল খট্টরবিদ্যুৎমন্ত্রী, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী
এইচ. ডি. কুমারস্বামীভারি শিল্প মন্ত্রী, ইস্পাত মন্ত্রী
পীযুষ গোয়েলবাণিজ্য ও শিল্পমন্ত্রী
ধর্মেন্দ্র প্রধানশিক্ষামন্ত্রী
জীতেনরাম মাঁঝিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী
লাল্লন সিংপঞ্চায়েতি রাজ মন্ত্রী, মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী
সর্বানন্দ সোনেয়ালবন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী
অশ্বিনী বৈষ্ণবরেলমন্ত্রী, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রহ্লাদ যোশীউপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী
জি. কিশন রেড্ডিকয়লা ও খনি মন্ত্রী
মনসুখ মাণ্ডব্যশ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী
গিরিরাজ সিংবস্ত্র মন্ত্রী
অন্নপূর্ণা দেবীনারী ও শিশুকল্যাণ মন্ত্রী
চিরাগ পাসওয়ানখাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী
হরদ্বীপ সিং পুরিপেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী

এছাড়াও নবগঠিত মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে শ্রী সুকান্ত মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ত্ব গ্রহণ করেছেন। অপরদিকে শ্রী শান্তনু ঠাকুর, বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ত্ব গ্রহণ করেছেন।

Cabinet Ministers

Related Articles