এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Catagory – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 3
1. চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
[A] নেফ্রিডিয়া
[B] সংকোচি গহ্বর
[C] সবুজ গ্রন্থি
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] সবুজ গ্রন্থি
2. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
[A] ডঃ বিধানচন্দ্র রায়
[B] ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
[C] সরোজিনী নাইডু
[D] সুরেশচন্দ্র ব্যানার্জি
উত্তরঃ [B] ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
3. দুটি পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভরসংখ্যা আলাদা হলে তাদের কি বলে?
[A] আইসোটোপ
[B] আইসোটোন
[C] আইসোবার
[D] আইসোমার
উত্তরঃ [A] আইসোটোপ
4. স্নান করার পর ভেজা চুল গায়ে গায়ে লেগে যায় কেন?
[A] অভিকর্ষজ ত্বরণের জন্য
[B] জলের সান্দ্রতার জন্য
[C] জলের পৃষ্ঠটানের জন্য
[D] চুল ও জলের ঘনত্বের পার্থক্যের জন্য
উত্তরঃ [C] জলের পৃষ্ঠটানের জন্য
5. ম্যালেরিয়া রোগের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
[A] নিকোটিন
[B] রেসারপিন
[C] ডাটুরিন
[D] কুইনাইন
উত্তরঃ [D] কুইনাইন
6. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
[A] ভিটামিন A
[B] ভিটামিন D
[C] ভিটামিন K
[D] ভিটামিন B-কমপ্লেক্স
উত্তরঃ [A] ভিটামিন A
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২
7. ল্যাক্টিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় কিসের রূপান্তর ঘটে?
[A] দুধ থেকে দই
[B] দই থেকে দুধ
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] দুধ থেকে দই
8. কোন প্রাণীতে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়?
[A] আরশোলা
[B] শামুক
[C] মশা
[D] কেঁচো
উত্তরঃ [D] কেঁচো
9. কোন রক্তের গ্রুপ কে সর্বজনীন দাতা বলা হয়?
[A] O +
[B] O −
[C] AB +
[D] AB −
উত্তরঃ [B] O −
10. বিষ দেবার স্প্রে মেশিনে কোন নীতির প্রয়োগ হয়?
[A] আর্কিমিডিসের নীতি
[B] বার্নৌলির নীতি
[C] স্টোকসের সূত্র
[D] হুকের সূত্র
উত্তরঃ [B] বার্নৌলির নীতি
11. কোনো গ্যাসের ক্ষেত্রে ভর ও চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তনে কী পরিবর্তন হবে?
[A] বৃদ্ধি পায়
[B] হ্রাস পায়
[C] স্থির থাকে
[D] প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়
উত্তরঃ [A] বৃদ্ধি পায়
12. জলের মোলার ভর কত?
[A] 22.4 L
[B] 44.8 L
[C] 22.4 g
[D] 18 g/mol
উত্তরঃ [D] 18 g/mol
13. নেলপালিশ রিমুভারে কি থাকে?
[A] অ্যাসিটোন
[B] বেঞ্জিন
[C] নাইট্রিক অ্যাসিড
[D] কার্বলিক অ্যাসিড
উত্তরঃ [A] অ্যাসিটোন
14. টোকিও অলিম্পিক 2020 -এ সোনাজয়ী নিরোজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা?
[A] পাঞ্জাব
[B] মহারাষ্ট্র
[C] হরিয়ানা
[D] গোয়া
উত্তরঃ [C] হরিয়ানা
15. উদ্যান পালন সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত?
[A] বায়োলজি
[B] রেডিওলজি
[C] হর্টিকালচার
[D] পামোলজি
উত্তরঃ [C] হর্টিকালচার
16. মলটেজ কোথায় উৎপাদিত হয়?
[A] অগ্নাশয়
[B] পাকস্থল
[C] ক্ষুদ্রান্ত্র
[D] যকৃত
উত্তরঃ [C] ক্ষুদ্রান্ত্র
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানো ব্যাকটেরিয়া (অ্যানাবিনা) নিয়ে গঠিত?
[A] অ্যাজোলা জৈব সার
[B] গোবর সার
[C] DAP
[D] NPK
উত্তরঃ [A] অ্যাজোলা জৈব সার
18. স্ট্রোমাতে কোন প্রকার রাইবোজোম দেখা যায়?
[A] 70S
[B] 80S
[C] উভয় প্রকার
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] 70S
19. মানবদেহের ডিওডিনাম কোন অংশে পাওয়া যায়?
[A] পাকস্থলী
[B] গ্রাস নালী
[C] বৃহদন্ত্র
[D] ক্ষুদ্রান্ত্র
উত্তরঃ [D] ক্ষুদ্রান্ত্র
20. সুপ্রজননবিদ্যার জনক কাকে বলা হয়?
[A] ল্যামার্ক
[B] দ্য ভ্রিস
[C] মেন্ডেল
[D] ডারউইন
উত্তরঃ [C] মেন্ডেল
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇