কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 26 জুন 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 26 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. প্রতিবছর 25 শে জুন পালন করা হয় — International Day of the Seafarer

2. HDFC ERGO জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন — অনুজ ত্যাগী

3. বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200 টি ছয় মেরে নজির গড়লেন — রোহিত শর্মা

4. মহারাষ্ট্রের রাজ্যপাল Shri Ramesh Bais নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম — ‘Gateways to the Sea’

5. তীরন্দাজী বিশ্বকাপ 2024 Stage 3 তে দুটি ব্রোঞ্জ পদক জিতলেন — Dhiraj Bommadevara

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে নিযুক্ত হলেন — Girija Subramanian

7. সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং লঞ্চ করলেন — “One Week One Theme” (OWOT) ক্যাম্পেইন

৪. আর্মি স্টাফের পরবর্তী ভাইস-চিফ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লিউটেন্যান্ট জেনারেল — NS Raja Subramani

9. রাজ্যের সমস্ত জেলায় One P.M College Of Excellence গড়ে তোলার অনুমোদন দিল — মধ্যপ্রদেশ সরকার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles