প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 5 জুলাই 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. নতুন দিল্লীর শাস্ত্রী ভবনে DMF Gallery -র উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী — জি কিষাণ রেড্ডি
2. নতুন ডাচ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন — প্রাক্তন স্পাই প্রধান Dick Schoof
3. ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন — Dr. B.N. Gangadhar
4. ১১২ টি জেলায় ৩ মাস ব্যাপী ‘Sampoornata Abhiyan’ নামক ক্যাম্পেইন লঞ্চ করল — নীতি আয়োগ
5. জেনেভাতে অনুষ্ঠিত প্রতিনিধিত্ব স্তরের মিটিংয়ে ‘Colombo Process’ এর সভাপতিত্ব করল — ভারত
6. K. Saraswathi Amma আওয়ার্ড-এ সম্মানিত হলেন প্রখ্যাত লেখক — P. Geetha
7. SBI জেনারেল ইন্সুরেন্স -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন — শ্রী নবীন চন্দ্র ঝা
৪. জর্ডনে অনুষ্ঠিত U-23 Asian Wrestling চ্যাম্পিয়নশিপে — ভারত ১৯ টি মেডেল জিতলো
9. অ্যাডিশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে (NSA) নিযুক্ত হলেন — প্রাক্তন R&AW প্রধান রাজিন্দার খান্না
10. UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46 তম অধিবেশনটি নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে — ভারত