বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024
1. ইউরোপিয়ান স্পেস এজেন্সি সম্প্রতি প্রথমবার সফলভাবে লঞ্চ করল — নতুন Ariane 6 রকেট
2. 25000 কোটি টাকা অর্থের 154 টি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং চুক্তি নিশ্চিত করল — উত্তরপ্রদেশ সরকার
3. জৈব পণ্যের উপর মিউচুয়াল রেকগনিশন চুক্তি করল — ভারত এবং তাইওয়ান
4. পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাগত জানাল — কলম্বো সিকিউরিটি কনক্লেভ
5. এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল — Leave no one behind, count everyone
6. নিউজ ব্রডকাস্টার এন্ড ডিজিটাল এসোসিয়েশনের (NBDA) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন — রজত শর্মা
7. Wellness ব্রান্ডের ইনভেস্টর এবং ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে যোগদান করলেন — স্টার ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু
৪. আর্মি হসপিটালের কম্যান্ডন্ট হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল — Shankar Narayan
9. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর জুন নির্বাচিত হলেন — জসপ্রীত বুমরাহ এবং স্মৃতি মন্দনা
10. 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় দলের মুখ্য স্পনসর হতে চলেছে — আদানী গ্রুপ