এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
[A] ভিটামিন E
[B] ভিটামিন A
[C] ভিটামিন D
[D] ভিটামিন C
উত্তরঃ [C] ভিটামিন D
2. ভারত সরকার পরিবেশ মন্ত্রক কোন সালে গঠিত হয়?
[A] 1976 সালে
[B] 1980 সালে
[C] 1995 সালে
[D] 1986 সালে
উত্তরঃ [B] 1980 সালে
3. একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কয়টি?
[A] 3 টি
[B] 5 টি
[C] 2 টি
[D] 4 টি
উত্তরঃ [C] 2 টি
4. পশ্চিমবঙ্গের রাজধানী শহর কী?
[A] কলকাতা
[B] ঢাকা
[C] শিলিগুড়ি
[D] হাওড়া
উত্তরঃ [A] কলকাতা
👇👇 নতুন প্রচ্ছদে খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে 👇👇
5. নিম্নলিখিত কোন্ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়?
[A] অভিস্রবণ
[B] ব্যাপন
[C] পরিবহন
[D] এদের কোনোটিতেই নয়
উত্তরঃ [A] অভিস্রবণ
6. ICDS প্রকল্পটি কবে চালু হয়?
[A] ১৯৯৫ সালের ৫ই জুন
[B] ১৯৭৫ সালের ২রা অক্টোবর
[C] ১৯৯০ সালের ১৪ই নভেম্বর
[D] ১৯৭৫ সালের ১৪ই নভেম্বর
উত্তরঃ [B] ১৯৭৫ সালের ২রা অক্টোবর
7. ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে বলে—
[A] ক্যাপসোমিয়ার
[B] এনভেলপ
[C] ক্যাপসিড
[D] পেলপোমিয়ার
উত্তরঃ [C] ক্যাপসিড
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৬
8. একটি ভাইরাস ঘটিত রোগের নাম কী?
[A] ম্যালেরিয়া
[B] AIDS
[C] আমাশয়
[D] যক্ষা
উত্তরঃ [B] AIDS
9. HIV -হলো একধরনের—
[A] DNA যুক্ত ভাইরাস
[B] RNA যুক্ত ভাইরাস
[C] DNA ও RNA যুক্ত ভাইরাস
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] RNA যুক্ত ভাইরাস
10. নিউরনের লম্বা প্রবর্ধকটির নাম হল—
[A] ডেনড্রন
[B] সাইন্যাপসিস
[C] অ্যাক্সিন
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] অ্যাক্সিন
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇