এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 10 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (10/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে Tan Su Shan কে নিযুক্ত করল — DBS
2. সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরী কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন — Harish Dudani
3. সম্প্রতি প্যারিস অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতার ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করলেন — অমন শেরাওয়াত
4. দেশীয় পদ্ধতিতে তৈরি অ্যান্টি কলিশন প্রযুক্তির নতুন ভার্সন Kavach 4.0 শুরু করতে চলেছে — কেন্দ্রীয় রেল মন্ত্রক
5. মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) -এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হলেন — Praveena Rai
6. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন — মোহাম্মদ ইউনুস
7. আসাম রাইফেলস রেজিমেন্টের ২২ তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন — বিকাশ লাখেরা
8. সম্প্রতি নতুন দিল্লিতে ডিজিটাল শক্তি কেন্দ্র চালু করল — জাতীয় মহিলা কমিশন
9. শ্রীহরিকোটা স্টেশন থেকে সম্প্রতি ইসরো উৎক্ষেপণ করতে চলেছে — Earth Observation Satellite-8
10. Paris Olympic 2024 -এর Javelling Throw প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতলেন — নীরজ চোপড়া