Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১১ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল—

[A] মেডুলা অবলংকাটা
[B] সেরিবেলাম
[C] সেরিব্রাম
[D] থ্যালামাস

উত্তরঃ [B] সেরিবেলাম

2. যক্ষা রোগের প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—

[A] BCG
[B] OPV
[C] TT
[D] DPT

উত্তরঃ [A] BCG

3. আরকিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র?

[A] পক্ষী ও স্তন্যপায়ী
[B] সরীসৃপ ও পক্ষী
[C] সরীসৃপ ও স্তন্যপায়ী
[D] উভচর এবং পক্ষী

উত্তরঃ [B] সরীসৃপ ও পক্ষী

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

4. অ্যাজমা রোগ হলে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়—

[A] চোখ
[B] হাড়ের সংযোগস্থল
[C] ফুসফুস
[D] অস্থি সন্ধি

উত্তরঃ [C] ফুসফুস

5. জন্মের পর শিশুর হৃদস্পন্দনের প্রবাহ প্রতি মিনিটে কত থাকে?

[A] 170-190 বার
[B] 130-140 বার
[C] 180-190 বার
[D] 150-160 বার

উত্তরঃ [A] 170-190 বার

6. পৃথিবীর কত অংশ বন দ্বারা আবৃত?

[A] 3/4 অংশ
[B] 2/5 অংশ
[C] 1/6 অংশ
[D] 1/3 অংশ

উত্তরঃ [D] 1/3 অংশ

7. ঠোঁটের কোনে ও জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে?

[A] ভিটামিন B কমপ্লেক্স
[B] ভিটামিন D
[C] ভিটামিন K
[D] ভিটামিন C

উত্তরঃ [A] ভিটামিন B কমপ্লেক্স

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১০

8. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয়?

[A] আকাশকে
[B] জলাভূমিকে
[C] স্থলভূমিকে
[D] অরণ্যকে

উত্তরঃ [B] জলাভূমিকে

9. জেলা পরিষদের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?

[A] প্রতি তিন মাস অন্তর
[B] প্রতি পাঁচ মাস অন্তর
[C] প্রতি সাত মাস অন্তর
[D] প্রতি চার মাস অন্তর

উত্তরঃ [A] প্রতি তিন মাস অন্তর

10. শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল—

[A] হাওড়া জেলায়
[B] হুগলি জেলায়
[C] পূর্ব বর্ধমান জেলায়
[D] নদীয়া জেলায়

উত্তরঃ [B] হুগলি জেলায়

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles