এক নজরে
সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন জানানোর ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে অথবা জরুরি যে কোনো আর্থিক পরিষেবা গ্রহণ করার জন্য বিডিও ইনকাম সার্টিফিকেট (BDO Income Certificate) অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। বর্তমানে সরকারি বিভিন্ন পরিষেবার কাজ বেশিরভাগ অনলাইনে হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের জারি করা ইনকাম সার্টিফিকেটের গুরুত্ত্ব অনেকটাই কমে গেছে। অধিকাংশ জায়গায় ইনকাম সার্টিফিকেট হিসেবে বিডিও ইনকাম সার্টিফিকেট (BDO Income Certificate) ব্যবহৃত হয়। অনেকেই হয়ত জানেন না বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে এই সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। আজকের প্রতিবেদনে অনলাইনে বিডিও ইনকাম সার্টিফিকেট (BDO Income Certificate) তৈরির সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হল।
বিডিও ইনকাম সার্টিফিকেট (BDO Income Certificate)
রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে বিডিও ইনকাম সার্টিফিকেট (BDO Income Certificate) -এর জন্য আবেদন করা যায়। সম্পূর্ণ আবেদনটি বাড়িতে বসেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করা যাবে। এরজন্য আবেদনকারীর কেবলমাত্র ভালো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে।
বিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন পদ্ধতি (BDO Income Certificate Application Process)
বিডিও ইনকাম সার্টিফিকেটের আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপগুলি হল রেজিস্ট্রেশন, লগইন এবং আবেদন। নিচে প্রতিটি ধাপ সুন্দর ভাবে উল্লেখ করা হল।
✅ রেজিস্ট্রেশন
● রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই নিজের ক্রোম ব্রাউজার থেকে edistrict পোর্টালটি ওপেন করতে হবে।
● স্ক্রিনের ডানদিকে থাকা LOGIN/ SIGN UP অপশনে ক্লিক করতে হবে।
● এবার LOGIN বক্সের নিচে থাকা Register অপশনে ক্লিক করতে হবে।
● এখানে প্রার্থীকে নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং একটি ইউজার নেম দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
● লগইন আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করা মোবাইল নম্বরে পেয়ে যাবেন। আবেদনকারী চাইলে পাসওয়ার্ডটি নিজের সুবিধামত পরিবর্তন করে নিয়ে পারবেন।
✅ লগইন ও আবেদন
➤ প্রথমে রেজিস্ট্রেশনের সময় তৈরী করা ইউজার নেম অথবা ইমেল আইডি সাবমিট করতে হবে। এরপর ক্যাপচা কোড এন্ট্রি করে লগইন অপশনে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি (One Time Password) পাবেন। নির্দিষ্ঠ জায়গায় ওটিপি এন্ট্রি করলেই আবেদনকারীর ড্যাশবোর্ড ওপেন হবে।
➤ এবার সার্ভিস মেনু থেকে ইনকাম সার্টিফিকেট (Income Certificate) অপশনটি সিলেক্ট করলে আবেদন করার পেজটি খুলে যাবে।
➤ এই পেজে আবেদনকারীকে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি আপলোড করতে হবে এবং যে কারণে সার্টিফিকেট প্রয়োজন তার উল্লেখ করতে হবে।
➤ প্রতিটি তথ্য সঠিক ভাবে পূরণ করার পর নির্দেশ অনুযায়ী উল্লেখিত ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনঃ প্রতিদিনের চাকরির খবর দেখে নিন এখানে ক্লিক করে
বিডিও ইনকাম সার্টিফিকেট ডকুমেন্ট (BDO Income Certificate Important Documents)
এই বিডিও ইনকাম সার্টিফিকেটর আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্ট প্রয়োজন। আবেদন জানানোর সময় এগুলি আপলোড করতে হবে। নিচে প্রয়োজনীয় ডকুমেন্টগুলির তালিকা দেওয়া হল।
☑ আবেদনকারীর নিজস্ব আধার কার্ড।
☑ আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি।
☑ পঞ্চায়েত অফিসের ইনকাম সার্টিফিকেট। পঞ্চায়েত অফিসের জারি করা ইনকাম সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর, পঞ্চায়েত সচিবের স্বাক্ষর, এবং সার্টিফিকেটের ওপর প্রার্থীর ছবি থাকতে হবে। সার্টিফিকেটের ওপর থাকা ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে।
কীভাবে বিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়া যাবে?
আবেদন সাবমিট হওয়ার পর অনলাইনে সেই আবেদন ভেরিফিকেশন করেন সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসার। আবেদন ভেরিফিকেশন করার পর ডিজিটাল সিগনেচার সহ বিডিও ইনকাম সার্টিফিকেট আবেদনকারীর ড্যাশবোর্ডে আপলোড করে দেওয়া হয়। সাধারণত এই প্রক্রিয়া ৭ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। ৭ দিন পর আবেদনকারী একই পোর্টালে লগইন করে নিজের ড্যাশবোর্ড থেকে বিডিও ইনকাম সার্টিফিকেটটি ডাইনলোড করে নিতে পারবেন। সার্টিফিকেট খুঁজে পেতে অসুবিধা হলে আবেদন করার সময় প্রাপ্ত এপ্লিকেশন নম্বর (AIN) দিয়ে সার্চ করবেন আবেদনকারীরা।
BDO Income Certificate: Apply Now