পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন (WBCS)। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রতিবছর এই পরীক্ষার আয়োজন করা হয় নির্দিষ্ট সময়ে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়। এবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার সিলেবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হল। পরীক্ষার্থীদের জন্য এই আপডেট জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।
কমিশনের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে West Bengal Civil Service (Executive) etc. Examination, 2024 পরীক্ষাটি পূর্ববর্তী সিলেবাস অনুযায়ী আয়োজিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষা গত ২৭ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা সিলেবাস অনুযায়ী আয়োজিত হবে। কমিশনের নতুন এই বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট হচ্ছে যে, চলতি বছরের ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হচ্ছে না। পরীক্ষার্থীরা এতদিন যেই সিলেবাসে প্রস্তুতি গ্রহণ করেছে সেই সিলেবাস অনুযায়ী প্রতিবছরের পরীক্ষা আয়োজিত হবে।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরেই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,ডব্লিউবিসিএস(WBCS) পরীক্ষার পরিবর্তিত সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের পরীক্ষা থেকে কার্যকরী হবে। আগামী বছরের পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করছেন তাদের পরিবর্তিত সিলেবাসে পরীক্ষা দিতে হবে। পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগ্রহী পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সংক্রান্ত তথ্য ডাউনলোড করতে পারবেন।