এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. জন্মের পর একটি শিশুর স্বাভাবিক উচ্চতা কত হওয়া উচিত?
[A] 20 থেকে 22 ইঞ্চি
[B] 10 থেকে 12 ইঞ্চি
[C] 15 থেকে 17 ইঞ্চি
[D] 22 থেকে 25 ইঞ্চি
উত্তরঃ [A] 20 থেকে 22 ইঞ্চি
2. কার্ডাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] ত্বক
[B] জিভ
[C] হৃদপিণ্ড
[D] কান
উত্তরঃ [C] হৃদপিণ্ড
3. কোন্ খনিজ লবনের অভাবে গলগন্ড বা গয়টার রোগ হয়?
[A] সোডিয়াম
[B] আয়োডিন
[C] পটাশিয়াম
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] আয়োডিন
4. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত?
[A] 2%
[B] 7%
[C] 5%
[D] 3%
উত্তরঃ [D] 3%
5. টেস্ট খেলায় কোন্ ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি-শত রান করেছেন?
[A] সুনীল গাভাসকার
[B] সচিন তেন্ডুলকার
[C] বিরাট কোহলি
[D] বীরেন্দ্র সেহবাগ
উত্তরঃ [C] বিরাট কোহলি
6. স্ট্রোমাতে কোন্ প্রকার রাইবোজোম দেখা যায়?
[A] 70S
[B] 80S
[C] উভয় প্রকার
[D] কোনটিই নয়
উত্তরঃ [A] 70S
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৮
7. Usain Bolt-একজন—
[A] সাঁতারু
[B] দৌড়বিদ
[C] বাস্কেটবল খেলোয়াড়
[D] তীরন্দাজ
উত্তরঃ [B] দৌড়বিদ
8. উদ্ভিদ দেহে সিভনলের মাধ্যমে কিসের পরিবহন ঘটে?
[A] জল
[B] বায়ু
[C] খাদ্য
[D] তাপ
উত্তরঃ [C] খাদ্য
9. ম্যালেরিয়া রোগের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
[A] নিকোটিন
[B] রেসারপিন
[C] ডাটুরিন
[D] কুইনাইন
উত্তরঃ [D] কুইনাইন
10. নিম্নলিখিত কোনটি ইউরোটেলিক প্রকৃতির?
[A] মাছ
[B] মানুষ
[C] পাখি
[D] কেঁচো
উত্তরঃ [B] মানুষ