কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (24 আগস্ট, 2024) | Daily Current Affairs in Bengali PDF Download

পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রকাশ করছে। প্রতিদিনের সাম্প্রতিক গুরুত্ত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 24 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (24/08/2024)

Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স

1. কর্ণাটকের BR Hills -এ লঞ্চ হতে চলেছে — সাউথ ইন্ডিয়ান আদিবাসী নলেজ সেন্টার

2. তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লীতে সম্প্রতি লঞ্চ করলেন — ‘Create In India Challenge-Season One’

3. 89.49m জ্যাভলিন থ্রো করে Lausanne Diamond League -এ দ্বিতীয় স্থান অধিকার করলেন — নীরাজ চোপড়

4. মিনিস্ট্রি অফ কর্পোরেট আফফায়ার্স এর সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন IAS অফিসার — Deepti Gaur Mukherjee

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. প্রথম মহিলা রেসার হিসেবে MRF Indian National Car Racing Championship 2024 জিতলেন — পুনের Diana Pundole

আরও পড়ুনঃ গতকালের (23 আগস্ট, 2024) কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. প্রথমবার 23 শে আগস্ট ভারতে পালিত হলো জাতীয় মহাকাশ দিবস, এবারের থিম ছিল — “Touching Lives while Touching the Moon: India’s Space saga”

7. এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন — এম সুরেশ

8. সম্প্রতি ৬৮ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন CSIR প্রধান — গিরিশ সাহনি

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

9. Cricket Rating Awards 2023-24-এ ‘Men’s International Cricketer of the Year পুরস্কার পেয়েছেন — রোহিত শর্মা

10. NASSCOM -এর President-Designate পদে নিযুক্ত হয়েছেন — রাজেশ নাম্বিয়ার

11. U17 World Wrestling Championships 2024 -এ ব্রোঞ্জ পদক জিতেছেন — রৌনক দাহিয়া

12. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles