Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২১ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. মানুষের লালারসে শতকরা কত শতাংশ জল থাকে?

[A] 85%
[B] 90%
[C] 95%
[D] 80%

উত্তরঃ [C] 95%

2. ওটাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] দাঁত
[B] ত্বক
[C] জিভ
[D] কান

উত্তরঃ [D] কান

3. বায়ুমণ্ডলের প্রধান গ্রীনহাউস গ্যাসের নাম কি?

[A] কার্বন-ডাই-অক্সাইড
[B] কার্বন মনোক্সাইড
[C] নাইট্রাস অক্সাইড
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] কার্বন ডাই অক্সাইড

4. পশ্চিমবঙ্গে কবে দ্বি-স্তর পঞ্চায়েত আইন পাশ হয়?

[A] 1962 সালে
[B] 1956 সালে
[C] 1972 সালে
[D] 1986 সালে

উত্তরঃ [B] 1956 সালে

আপনার জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ক্রায়োসংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হল—

[A] তরল অক্সিজেন
[B] তরল মিথেন
[C] তরল কার্বনডাই অক্সাইড
[D] তরল নাইট্রোজেন

উত্তরঃ [D] তরল নাইট্রোজেন

6. Ujjawala Yojana কত সালে গৃহীত হয়েছিল?

[A] 2016 সালে
[B] 2011 সালে
[C] 2015 সালে
[D] 2013 সালে

উত্তরঃ [A] 2016 সালে

7. ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন—

[A] ভারতের প্রধানমন্ত্রী
[B] স্বরাষ্ট্রমন্ত্রী
[C] রাষ্ট্রপতি
[D] শীর্ষ আদালতের প্রধান বিচারপতি

উত্তরঃ [C] রাষ্ট্রপতি

পরীক্ষায় পাশ করার জন্য আজকেই সংগ্রহ করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

8. Penicillium chrysogenum কোন্ ধরনের অণুজীব?

[A] ক্ষতিকর ব্যাকটেরিয়া
[B] উপকারী ছত্রাক
[C] ক্ষতিকর ছত্রাক
[D] উপকারী প্রোটোজোয়া

উত্তরঃ [B] উপকারী ছত্রাক

9. ’অশনিসংকেত’ গ্ৰন্থের রচয়িতা হলেন—

[A] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
[B] মানিক বন্দ্যোপাধ্যায়
[C] সমরেশ বসু
[D] শীর্ষেন্দু মুখোপাধ্যায়

উত্তরঃ [A] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

10. নিম্নলিখিত কোন্ পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়?

[A] সংকরকরন
[B] জোড়কলম
[C] শাখাকলম
[D] মাইক্রোপ্রোপাগেশন

উত্তরঃ [D] মাইক্রোপ্রোপাগেশন

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles