রাজ্যের ফ্রেশার্স ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখাতেও এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সের শেষ সীমা এবং আবেদনের শেষ তারিখ সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম— APPRENTICES
মোট শূন্যপদ— ৫০০ টি। (UR- ২৪৮ টি, SC- ৬৪ টি, ST- ৩২ টি, OBC- ১১৫ টি, EWS- ৪১ টি।)
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট এই পদে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পরে চাকরির সুযোগের জন্য আবেদন করার ক্ষেত্রে আগ্রহী চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
মাসিক স্টাইপেন্ড— প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে প্রতিমাসে ১৫,০০০/- মাসিক স্টাইপেন্ড অর্থাৎ বৃত্তি দেওয়া হবে।
বয়সসীমা— আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের বয়স ১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এই বয়স সীমার ওপর সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে- ওবিসি প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি— ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিস প্রশিক্ষণ পোর্টালে (nats.education.gov.in) নাম নথিভূক্ত থাকা আবশ্যক। যে সমস্ত আবেদনকারীদের সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত নেই তাদের প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর প্রার্থীদের উক্ত পোর্টাল থেকে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করে আবেদন করার পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি— জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ৮০০/- টাকা, মহিলা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৬০০/- টাকা, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ৪০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি— মূল চারটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের ১০০ নম্বরের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা স্থানীয় ভাষায় দক্ষতা সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই দুই পরীক্ষার উপর ভিত্তি করে প্রার্থীদের মেধাতালিকা প্রকাশিত হবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের মেডিকেল টেস্টের পর শূন্যপদ অনুযায়ী নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
নিয়োগের স্থান— রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের প্রতিটি রাজ্যের নির্দিষ্ট শাখাগুলিতে শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। স্থানীয় ভাষায় দক্ষতার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীরা নিজেদের এলাকাতেই নিয়োগ পাবেন।
আবেদনের শেষ তারিখ— এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে।
Official Notification: Download Now
Official Website: Apply Now