এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 04 সেপ্টেম্বর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (04/09/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে পাস হল — “দ্য অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল 2024”।
2. 125 টি ভারতীয় ভাষায় গুগলের নতুন Google Deepmind India আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্ট লঞ্চ হতে চলেছে, যার নাম হল — Morni AI (Multimodal Representation for India)।
3. প্যারিস প্যারা অলিম্পিক 2024 প্রতিযোগিতার পুরুষ জ্যাভলিন থ্রো বিভাগে স্বর্ণপদক অর্জন করলেন পদ্মশ্রী এবং খেলরত্ন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় — সুমিত অন্তিল।
আরও পড়ুনঃ ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
4. পেনাল্টি শুট আউটে 4-3 ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে প্রথমবারের জন্য ডুরান্ড কাপ খেতাব জিতল — নর্থ ইস্ট ইউনাইটেড।
5. প্যারিস প্যারা অলিম্পিক 2024 প্রতিযোগিতার পুরুষ 10 মিটার এয়ার পিস্তল শুটিং প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করলেন — মনিস নরওয়াল।