এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত?
[A] 2-3 লিটার
[B] 5-6 লিটার
[C] 8-9 লিটার
[D] 4-5 লিটার
উত্তরঃ [B] 5-6 লিটার
2. কবে ’জীববৈচিত্র্য’ পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়?
[A] 1985 সালে
[B] 1999 সালে
[C] 1986 সালে
[D] 1981 সালে
উত্তরঃ [C] 1986 সালে
3. রঙিন প্লাস্টিডকে কি বলে?
[A] ক্রোমোপ্লাস্ট
[B] ক্লোরোপ্লাস্ট
[C] লিউকোপ্লাস্ট
[D] সবগুলি
উত্তরঃ [A] ক্রোমোপ্লাস্ট
4. ইন্দিরা আবাস যোজনা কত সালে গৃহীত হয়?
[A] 1986 সালে
[B] 1981 সালে
[C] 1987 সালে
[D] 1985 সালে
উত্তরঃ [D] 1985 সালে
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. পাইরিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] গলা
[B] দাঁত ও মাড়ি
[C] ত্বক
[D] জিভ
উত্তরঃ [B] দাঁত ও মাড়ি
6. কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে?
[A] সিন্ধু নদী
[B] ব্রহ্মপুত্র নদী
[C] সোয়ান নদী
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] সোয়ান নদী
7. শৈশবে মেরুদন্ডে কটি হাড় থাকে?
[A] ২৬ টি
[B] ৩১ টি
[C] ৩২ টি
[D] ৩৩ টি
উত্তরঃ [D] ৩৩ টি
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৭
8. মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
[A] ঝোব নদী
[B] বোলান নদী
[C] সিন্ধু নদ
[D] ইরাবতী
উত্তরঃ [B] বোলান নদী
👇 বইটি আজকেই সংগ্রহ করুন 👇
9. কোনটি উন্নত প্রকৃতির কোশ?
[A] 80S
[B] 70S
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] 80S
10. কিসের অভাবে উদ্ভিদের খয়রি রোগ দেখা যায়?
[A] তামা
[B] লোহা
[C] দস্তা
[D] ফসফরাস
উত্তরঃ [C] দস্তা