এক নজরে
Nabard Recruitment 2024: ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) বা নাবার্ড ভারতবর্ষের প্রতিটি রাজ্যে অফিস অ্যাটেনডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ আজকের এই প্রতিবেদনে ExamBangla.com -এর এক্সপার্ট টিম তুলে ধরলেন।
Employment No.- Office Attendant – Group ‘C’ -2024
Recruitment Agency- NABARD
Nabard Office Attendant Recruitment 2024
পদের নাম- অফিস অ্যাটেনডেন্ট (গ্রুপ- সি)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- অফিস অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে বেসিক পে ১০,৯৪০ টাকা। এর সাথে সমস্ত ভাতা সংযুক্ত হয়ে প্রতি মাসে ইন হ্যান্ড স্যালারি হবে প্রায় ৩৫,০০০ টাকা।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে রেলওয়ে টিকিট ক্লার্ক নিয়োগ
বয়সসীমা- ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা (SC/ ST/ OBC/ PWD/ ExSM) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
মোট শূন্যপদ- ১০৮ টি। এদের মধ্যে UR- ৫৪ টি, SC- ৪ টি, ST- ১২ টি, OBC- ২৮ টি, EWS- ১০ টি। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের ক্ষেত্রে শূন্যপদ প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের শূন্যপদের সংখ্যা ৪ টি।
Nabard Office Attendant Job Profile in Bengali
এই পদে আবেদন করার আগে একনজরে দেখে নিন, এই পদে চাকরি পেলে আপনাকে অফিসে কি ধরণের কাজ করতে হবে-
১) ফাইল, কাগজপত্র সরবরাহ করা, কাজের শেষে তা আলমারিতে রাখা।
২) রেকর্ডের রক্ষণাবেক্ষণ , সেলাই এবং বাঁধাই।
৩) কর্মীদের জল ও পানীয় সরবরাহ করা। পাশাপাশি কর্মীদের জন্য চা বা খাবার প্রস্তুত করা এবং পরিবেশন করা।
৪) ওয়্যারম্যান, লিফটম্যান, কুকের দায়িত্ব পালন করা।
৫) জেরক্স/ ফটো-কপি মেশিন সহ অফিস সরঞ্জাম পরিচালনা করা।
প্রতিদিন চাকরির আপডেট সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন-
Nabard Office Attendant Selection Process 2024 in Bengali
দুটি স্টেপে নিয়োগ করা হবে। ১) অনলাইন টেস্ট- ১২০ নম্বর, ২) Language Proficiency Test- Qualifying Nature.
Nabard Office Attendant Syllabus in Bengali
Nabard Office Attendant Syllabus 2024 | |
বিষয় | নম্বর |
রিজনিং | 30 নম্বর |
ইংরেজি | 30 নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস | 30 নম্বর |
Total Marks | 120 নম্বর |
Duration | 90 মিনিট |
Negative Marking | 1/4 th |
Language Proficiency Test- এই পরীক্ষাটি প্রার্থীদের নির্বাচিত রাজ্যের মাতৃভাষায় হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষা।
আরও পড়ুনঃ প্রতিদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর
Nabard Office Attendant Exam Centre in West Bengal
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলি হল- আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী ও শিলিগুড়ি।
আবেদন পদ্ধতি- ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার ওয়েবসাইট হলো www.nabard.org , অনলাইনে আবেদন চলবে আগামী ২১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
আবেদন ফী- SC/ ST/ OBC PWD/ EXS শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ টাকা জমা দিতে হবে, বাকি অন্যান্যদের ক্ষেত্রে জমা দিতে হবে ৫০০ টাকা।
Important Note: যেসব প্রার্থীরা (Economically Weaker Section) বা EWS ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের EWS -এর ভ্যালিড সার্টিফিকেট বাধ্যতামূলক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী EWS সার্টিফিকেটটি ২০২৪- ২৫ আর্থিক বছরের হতে হবে অথবা ১ এপ্রিল, ২০২৪ তারিখের পরে ইস্যু হতে হবে।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Join our WhatsApp Channel for daily updates-