এক নজরে
লিখিত পরীক্ষা ছাড়াই কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে এপ্রেন্টিস প্রশিক্ষণের সুযোগ। কেবল উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।
Employment No.- 03/2024
Recruitment Agency- Jute Corporation of India Ltd. (JCI)
জুট কর্পোরেশনে বিনামূল্যে এপ্রেন্টিস প্রশিক্ষণ
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে Apprentice প্রশিক্ষণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাঁচা পাট সংগ্রহ ও তার প্রক্রিয়াকরণ সংক্রান্ত এই প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ। ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রার্থীরাই কেবল আবেদনযোগ্য।
মোট শূন্যপদের সংখ্যা- ২০ টি। এদের মধ্যে SC- ১ টি, ST- ১ টি, OBC (NCL)- ৭ টি, EWS- ২ টি, UR- ৯ টি।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের হিসাবে। SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ৫ বছরের ছাড় ও OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় পাবেন।
চাকরির খবরঃ অক্টোবর মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
Kolkata Jute Corporation Apprentice Recruitment
স্টাইপেন্ড- কেন্দ্রীয় সরকারের এপ্রেন্টিসশিপ -এর নিয়ম অনুযায়ী এই প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়সীমা- ১২ মাস বা ১ বছর।
প্রশিক্ষণের স্থান- জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যেকোনো অফিসে এই প্রশিক্ষণ দেওয়া হতে পারে।
নিয়োগ পদ্ধতি- উচ্চ মাধ্যমিক পরীক্ষার Overall Percentage -এর উপরে ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
Jute Corporation India Apprentice Application Process
আগ্রহী প্রার্থীদের দুটি স্টেপে আবেদন করতে হবে।
স্টেপ ১- প্রথমে আবেদনকারী কে Apprenticeship India -এর পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। উপরোক্ত পোর্টালে রেজিস্ট্রেশনের পরে Apprenticeship Opportunities ট্যাবে গিয়ে আবেদন করতে হবে।
স্টেপ ২- অনলাইনে আবেদন করার পর অফিসিয়াল বিজ্ঞপ্তি সাথে দেওয়া Annexure – I এবং Annexure – II এপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এনভেলাপের উপরে লিখতে হবে Name of the Post ও Advertisement Number.
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ চলছে
নথিপত্র পাঠানোর ঠিকানা- Chief Manager (HR) the Jute Corporation of India Limited, Patsan Bhawan, 3rd & 4th floor, Block CF, Newtown, Kolkata- 700156
আবেদনের শেষ তারিখ– ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন চলবে ২১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Notice: Download Now
Registration: Click Here