সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোর্ট মাস্টার (শর্টহ্যান্ড), সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ মিলিয়ে মোট ১০৭টি শূন্যপদ রয়েছে, এই শূন্য পদেই কর্মী নিয়োগ করবে সুপ্রিম কোর্ট। এই পরীক্ষার জন্য যাবতীয় খুঁটিনাটি জানিয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে।
Supreme Court Personal Assistant Recruitment
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা-
- পার্সনাল অ্যাসিস্ট্যান্ট- ৪৩ টি।
- সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ৩৩ টি।
- কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড)- ৩১ টি।
পার্সনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদন করার জন্য যোগ্যতা-
১। যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
২। শর্টহ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে ১০০ শব্দ প্রতি মিনিট।
৩। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে ও টাইপিং স্পিড থাকতে হবে ৪০ টি শব্দ প্রতি মিনিট।
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবার জন্য যোগ্যতা-
১। যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
২। শর্টহ্যান্ডে স্পিড থাকতে হবে প্রতি মিনিটে ১১০ টি শব্দ।
৩। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে ও টাইপিং স্পিড থাকতে হবে ৪০ টি শব্দ প্রতি মিনিট।
কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড) পদে আবেদন করার জন্য যোগ্যতা-
১। ভারতবর্ষের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি কোর্স পাশ করে থাকতে হবে।
২। পাঁচ বছরের নিয়মিত সার্ভিস এক্সপেরিয়েন্স দরকার, এছাড়া কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ক ডিগ্রি, শর্টহ্যান্ড ইংলিশে ১২০ শব্দ প্রতি মিনিট ও কম্পিউটারের জ্ঞান ও কম্পিউটারের টাইপিং স্পিড ৪০ শব্দ প্রতি মিনিট হতে হবে।
বেতনক্রম- পার্সনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৪৪,৯০০ টাকা। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের প্রতিমাসে বেতন ৪৭,৬০০ টাকা। কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড) পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৬৭,০০০ টাকা।
প্রতিদিন সরকারি চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇
বয়স সীমা-
১। যদি কোর্ট মাস্টার পদে আবেদন করতে চান তাহলে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
২। যদি সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান, তাহলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে আবেদন করতে হবে।
৩। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইলে বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০। তবে এস সি, এস টি, ওবিসিদের জন্য সরকার নির্ধারিত বয়সের ছাড় থাকবে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা পদ্ধতি-
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করলেও আগের মতই প্রথমে কম্পিউটার টাইপিং স্পিড এবং শর্ট হ্যান্ড টাইপিং স্পিড দেখা হবে এবং তার পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা থাকবে- সেখানেও ১০০ নাম্বারের পরীক্ষা হবে ও সময় থাকবে ১ ঘন্টা ৪৫ মিনিট। এর পরে ৩০ নম্বরের ইন্টারভিউ হবে। এক্ষেত্রেও আগের দুই পদের মতো জেনারেল ও রিজার্ভ ক্যাটাগরির পাশ নাম্বার হবে।
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা পদ্ধতি-
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করলে প্রথমে অবশ্যই কম্পিউটারে টাইপিং স্পিড চেক করা হবে যেখানে ৪০টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার যোগ্যতা থাকতে হবে, এক্ষেত্রে ১০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া শটহ্যান্ড টাইপিং স্পিড চেক করা হবে যেখানে ১১০টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এর জন্য ৭ মিনিট সময় দেওয়া হবে। এবার একটি লিখিত পরীক্ষা থাকবে যেখানে জেনারেল ইংলিশ থেকে ৫০ নাম্বার, জেনারেল এপিটিউট ও পাটিগণিত থেকে ২৫ টি প্রশ্ন থাকবে ও জেনারেল নলেজ থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। এই লিখিত পরীক্ষায় পাশ করবার জন্য ৫০ নম্বর পেতে হবে। এরপর ৩০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এক্ষেত্রেও আগের পদের মতো রিজার্ভ ক্যাটাগরির পাশ নাম্বারের ক্ষেত্রে ছাড় আছে।
শীঘ্রই WBCS পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হবে পড়ুন বিস্তারিত
কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড) পদের জন্য পরীক্ষা পদ্ধতি-
এক্ষেত্রে প্রথমেই কম্পিউটারের স্পিড চেক করা হবে ৪০ শব্দ প্রতি মিনিট। এক্ষেত্রে ১০ মিনিট সময় দেওয়া হবে। এরপর শর্টহ্যান্ডের টাইপিং স্পিড চেক করা হবে ১২০ শব্দ প্রতি মিনিট এর জন্য ৭ মিনিট সময় দেওয়া হবে। এরপর একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে জেনারেল নলেজ থেকে ৫০ টি জেনারেল অ্যাপ্রিটিউট থেকে ১৫ টি, আইন বিষয়ক প্রশ্ন ২৫ টি এবং জেনারেল নলেজ বিষয়ক প্রশ্ন ১০টি থাকবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং তার মধ্যে ৫০ পেতে হবে। তবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ৪৫ নম্বরে পাশ করানো হবে।
এরপর কম্পিউটারের নলেজ টেস্ট করা হবে ১০ নাম্বারের যাতে পাঁচ নাম্বার পেলে প্রার্থীরা পাশ করবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য ৪.৫ নাম্বারে পাশ। এরপর ৩০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে যেখানে ১৫ নাম্বার পেতে হবে প্রার্থীদের এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ১৩.৫ নাম্বার পেলেই তারা পাশ করবে।
আবেদন পদ্ধতি- উপরোক্ত পদগুলিতে আবেদন করা যাবে অনলাইনে। সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েববসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইটটি হলো www.sci.gov.in
আবেদন ফি- অনলাইন আবেদন করবার জন্য আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। তবে এস সি, এস টি, এক্স সার্ভিস ম্যান ও প্রতিবন্ধীদের ২৫০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ- অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডিসেম্বরের ৪ তারিখ থেকে এর শেষ দিন হল ২৫/১২/২০২৪।
Official Notice: Download Now
Apply Now: Click Here