চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর। মাধ্যমিক পাশেই জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র সরকার। BSF জিডি কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ ও আবেদনের শেষ তারিখ জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নারী এবং পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন, এটি একটি গ্রুপ ‘C’ পোস্ট, তবে এই ভ্যাকেন্সিটি কিন্তু ক্রীড়া বিভাগের ব্যক্তির জন্যই, অর্থাৎ যাদের স্পোর্টস কোটা রয়েছে, একমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবেন।
BSF GD Constable Recruitment 2025
পদের নাম- BSF GD কনস্টেবল
শূণ্যপদের সংখ্যা- মোট শূন্যপদের সংখ্যা ২৭৫ টি। বিভিন্ন বিভাগ অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদের তালিকা দেওয়া রয়েছে। সম্পূর্ণ শূন্যপদের তালিকার জন্য নীচে দেওয়া নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করে নিন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে খেলাধুলার কোয়ালিফিকেশন দেখা হবে, জাতীয় অথবা আন্তর্জাতিক কোনো ইভেন্টে অংশগ্রহণ করেছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১লা জানুয়ারি ২০২৫ অনুযায়ী জেনারেল প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়া এস সি, এস টি হলে ৫ বছর এবং ওবিসি হলে ৩ বছর বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন- ২১,৭০০ – ৬৯,৭০০ টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ সুপ্রিম কোর্টে ৬০ হাজার টাকা বেতনের চাকরি, এখুনি আবেদন করুন
আবেদন পদ্ধতি- যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট (https://rectt.bsf.gov.in) -এ ভিজিট করুন।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোনও পরীক্ষা হবে না। খেলাধুলার ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে এবং তার ওপরে তাদের যোগ্যতা নির্ধারিত হয়ে তারা চাকরি পাবে। যেমন অলিম্পিকের সার্টিফিকেট থাকলে গোল্ড মেডেল পেলে একশো শতাংশ নম্বর,সিলভার মেডেল ফেলে ৯৬ শতাংশ, ব্রোঞ্জ মেডেল পেলে ৯২ শতাংশ নম্বর , কেউ যদি মেডেল জিততে না পারেও শুধু পার্টিসিপেট করে থাকে সে ক্ষেত্রেও সে ৮০ নাম্বার পাবে। অলিম্পিকের মতোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইত্যাদি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যোগ্যতার নিরিখে নাম্বার দেওয়া হবে।
এক্ষেত্রে খেলাধুলার জন্য ১০০ নম্বর থাকবে আর কেউ যদি ১০০ নম্বর পেয়ে থাকেন তাহলে তার চাকরি কনফার্মের পাশাপাশি তার উচ্চতা দেখা হবে জেনারেলের ছাত্রদের জন্য উচ্চতা ১৭০সেন্টিমিটার, মেয়েদের জন্য ১৫৭ সেন্টিমিটার এবং ৮০ নর্মাল চেস্ট হতে হবে, তার সাথে নিঃশ্বাস নিয়ে ছাতিটা ৫ সেমি ফুলাতে হবে। তবে গোর্খা ,নর্থ ইস্ট, কালিম্পং ইত্যাদি জায়গার ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিছু ছাড় আছে। এছাড়া এস টি হলে ১৬২.৫ পুরুষের ক্ষেত্রে ১৫০ নারীদের , ৭৬ নর্মাল চেষ্ট এবং ৫ সেন্টিমিটার ফোলাতে হবে। এসটি যদি নর্থ ইস্টের বাসিন্দা হন তাহলে পুরুষ ও মহিলাদের ১৫৭, ১৪৭.৫ ও চেস্ট ৭৬ হতে হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষা কবে হবে জেনে নিন
এছাড়া আবেদনকারী প্রার্থীদের চোখের ক্ষমতা ভালো থাকলে ৬/৬ ও খারাপ থাকলে ৬/৯ হতে হবে।
নিয়োগ পদ্ধতি- অ্যাপ্লিকেশন করবার পরে প্রার্থীদের ডাকা হবে। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর স্পোর্টস ক্ষমতা ভেরিফিকেশন করা হবে এবং সার্টিফিকেট টেস্ট করে। পরে ট্রায়াল টেস্ট হবে ও পি এস টি হবে। এরপর মেরিট লিস্ট বার করা হবে এবং তারপর মেডিক্যাল এক্সামিনেশন করা হবে।
আবেদনের শেষ তারিখ- এই পোস্টে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ১/১২/২০২৪ তারিখে থেকে এবং ৩০/১২/২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
প্রতিদিন চাকরির আপডেট সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন-