উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই আসতে চলেছে। তাই এই পরীক্ষাকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনাকে রুখতে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের সব জায়গায় যাতে ভালোভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় সেই কারণে ইতিমধ্যেই সংসদের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন জেলায় ঘুরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে বৈঠক করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর সমস্যার সমাধান করতে মধ্যশিক্ষা পর্ষদের পথেই হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৈঠক করার পর চিরঞ্জীব বাবু জানিয়েছেন, এইবার থেকে প্রশ্নপত্রের সিল আর দফায় দফায় খোলা হবে না, বরং সেটি একবারই খোলা হবে। পরীক্ষার হলের ভেতর পরীক্ষার্থীদের চোখের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল। এতদিন ধরে সংসদের কার্যালয় থেকে পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সুপার ভাইজারের কাছে পাঠানো হত। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৪৫ মিনিট আগে এই প্রশ্নপত্র পৌঁছে যেত সুপারভাইজারের ঘরে, তিনি প্যাকেটের সিল খুলতেন এরপর সুপারভাইজার আবার প্রশ্নপত্র সিল করে পাঠাতেন পরীক্ষার হলে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025
সেখানে কর্তব্যরত শিক্ষক ও আধিকারিকরা প্রশ্ন প্রশ্নপত্রের প্যাকেটের সিল খুলতেন। তবে এইবার থেকে সুপারভাইজার আর প্রশ্নপত্রের সিল খুলবেন না সেটা একবারে পরীক্ষার হলে খোলা হবে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে। এরসঙ্গে চিরঞ্জীব বাবু আরও বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এবার মেটাল ডিটেক্টর বসানো হবে ও পরীক্ষার্থীদের সেই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতর ঢুকতে হবে। এছাড়া প্রশ্ন ফাঁস রুখতে বার কোড , সিরিয়াল নাম্বার, কিউ আর কোডের মত অত্যাধুনিক ব্যবস্থা গুলিও রাখা হবে। অনেকেই মনে করছেন এর ফলে প্রশ্ন পত্র ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই আটকানো যাবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফ্রী সাজেশন PDF -এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো-