প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ভূগোল সাজেশন 2025; টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা ২০২৫ সালের মাধ্যমিকের এই ভূগোল সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। তোমরা যারা ২০২৫ -এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটি খুবই কার্যকরী হবে।
মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 pdf
যেকোনো বিষয় ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী। তবে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে ২০২৫ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সাজেশনে সংযুক্ত করা হয়েছে। মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 MCQ, SAQ, শুদ্ধ- অশুদ্ধ, বড় প্রশ্ন: ভূগোল বিষয়ের সব ধরণের প্রশ্ন ও উত্তর সাজেশন পিডিএফটিতে সংযুক্ত করা হয়েছে।
অধ্যায় অনুযায়ী কিছু কিছু প্রশ্ন দেওয়া হলো, তবে মূল পিডিএফ টিতে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
অধ্যায়ঃ (১ম, ২য় ও ৩য়): [বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ]; [বায়ুমণ্ডল]; [বারিমন্ডল]
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলীঃ (প্রতিটি প্রশ্নের মান- ৫)
1) মরু অঞ্চলের প্রসারণ কেন ঘটছে? কীভাবে এর প্রতিকার করা সম্ভব?
2) বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।
3) বায়ুর ক্ষয়কার্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
4) হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।
5) হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
6) গঙ্গা-পদ্মা-মেঘনা বদ্বীপের সক্রিয় অংশের ওপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতখানি?
7) জলপ্রপাত সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
8) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো।
9) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
10) পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো।
11) বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো।
12) আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য নিরূপণ করো।
13) নিয়ত বায়ু বলতে কী বোঝ? যে-কোনো একটি নিয়ত বায়ুপ্রবাহের পরিচয় দাও।
14) মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো।
15) বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো।
16) বায়ুমন্ডলের উষ্ণতা কীভাবে নিয়ন্ত্রিত হয়?
17) জোয়ারভাটা কীভাবে সংগঠিত হয়, তা আলোচনা করো।
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ পিডিএফ
অধ্যায়ঃ (৪র্থ ): [বর্জ্য ব্যবস্থাপনা]
নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ৩)
1) পরিবেশের বিভিন্ন ধরনের বিষাক্ত বর্জ্যগুলির ধারণা দাও।
2) বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কী?
3) ল্যান্ডফিল বলতে কী বোঝ?
4) কী কী পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়?
5) গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী?
6) ভাগীরথী-হুগলি নদীর দূষণ বাড়লে পরিবেশগত কী কী সমস্যা দেখা দেবে?
অধ্যায়ঃ (৫ম, ৬ষ্ঠ): [প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ]
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলীঃ (প্রতিটি প্রশ্নের মান- ৫)
1) ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
2) ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো।
3) ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয় কেন?
4) ভারতের কৃষির প্রধান সমস্যা গুলি কী? সেগুলি সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
5) ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
6) ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।
২০২৫ মাধ্যমিক সব বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হও 👇👇
অধ্যায়ঃ (৭ম): [উপগ্রহচিত্র ও ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র]
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলিঃ (প্রতিটি প্রশ্নের মান- ৩)
1) দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।
2) উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
3) জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কী?