টাটা স্টিল কোম্পানির পক্ষ থেকে ভারতের পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শুরু করা হলো 2025 সালের TSDPL Silver Jubilee Scholarship Program। ভারতবর্ষে বেশিরভাগ সময়েই দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির মেধাবী ছাত্র-ছাত্রীদের ইচ্ছা থাকলেও উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। যার ফলে তাদের স্বপ্নগুলি অধরাই থেকে যায়। ভারতের অন্যতম বৃহত্তম স্টিল কোম্পানি Tata Steel Downstream Products Limited (TSDPL) এর পক্ষ থেকে এবার সেই সমস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণের জন্য আর্থিক সহায়তা হিসাবে এই মেধাবৃত্তি প্রকল্পটি নিয়ে আসা হয়েছে।
প্রকল্পের নাম- TSDPL Silver Jubilee Scholarship Program
স্কলারশিপের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇
প্রয়োজনীয় যোগ্যতা
১) টাটা স্টিলের এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে কলকাতা, জামশেদপুর, কলিঙ্গ নগর, পাটনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, তাডা ইত্যাদি শহরের বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীদের ITI বা ডিপ্লোমা কোর্সের সে কোন বর্ষের ছাত্র-ছাত্রী হতে হবে।
৩) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।
৪) আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
৫) TSDPL এবং Buddy4Study র কর্মচারীদের ছেলেমেয়েরা এই প্রোগ্রামে আবেদন করার জন্য যোগ্য নয়।
সহানুভূতি স্কলারশিপে আবেদন শুরু হলো
প্রকল্পের বিবরণ ও সুযোগ সুবিধা- Tata Steel Downstream Products Limited (TSDPL) কোম্পানির পক্ষ থেকে TSDPL Silver Jubilee Scholarship Program এর মাধ্যমে ভারতবর্ষের দারিদ্র্যের সঙ্গে লড়াই করা পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করা হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ৫০,০০০/- টাকা মেধাবৃত্তি পেয়ে যাবেন প্রতিটি যোগ্য আবেদনকারী।
আবেদন পদ্ধতি
১) কোম্পানির পক্ষ থেকে প্রদত্ত বিভিন্ন শর্তাবলী মেনে নিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদনের জন্য Buddy4Study তে নিজেদের নাম নথিভুক্ত করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
৩) এরপরে নতুন তৈরি হওয়া। অ্যাকাউন্টটিতে লগইন করে ‘TSDPL Silver Jubilee Scholarship Program 2024-25’ অপশনটি বেছে নিলেই একটি আবেদন পত্র চলে আসবে।
৪) এরপরে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক বিবরণের সাথে পূরণ করে নিতে হবে।
৫) এবং সবশেষে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।
উচ্চ মাধ্যমিক পাশে মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ, পাবেন বার্ষিক ১.৫ লক্ষ টাকা
প্রয়োজনীয় নথিপত্র
১) আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট;
২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র;
৩) ঠিকানার প্রমাণপত্র ;
৪) বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত্র;
৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি;
৬) আবেদনকারীর ব্যাংকের যাবতীয় তথ্য।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে এক্ষেত্রে মহিলা, শারীরিকভাবে অক্ষম এবং তপশিলি জাতি উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বৃত্তির টাকা শুধুমাত্র লেখাপড়া সংক্রান্ত বিষয়েই খরচ করা বাঞ্ছনীয়।