বর্তমানে সরকারি চাকরি বেশিরভাগ চাকরিপ্রার্থীদের কাছেই স্বপ্নের মত। কিন্তু এবার সেই স্বপ্নই আসতে চলেছে হাতের মুঠোয়। কারণ চাকরিপ্রার্থীদের জন্য হাজারেও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল ভারতীয় রেল বিভাগ। রেলমন্ত্রীর দ্বারা প্রকাশিত এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে বেশ কিছু পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে সম্প্রতি রেলমন্ত্রকের আরও একটি নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে।
রেলওয়ে বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো- সাইন্টিফিক সুপারভাইজার, লাইব্রেরিয়ান, সাইন্টিফিক এসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ফিজিকাল ট্রেনিং ইন্সট্রাক্টর, ল্যাব এসিস্ট্যান্ট, বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর শিক্ষক বা শিক্ষিকা, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক বা শিক্ষিকা, পাবলিক প্রসিকিউটর, মিউজিক টিচার, প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা, মুখ্য আইন সহযোগী, স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর।
মোট শূন্যপদের সংখ্যা- ১০৩৬ টি।
বেতনক্রম-
এক্ষেত্রে মাসিক বেতন প্রতিটি পদের ক্ষেত্রে পৃথক রয়েছে। ন্যূনতম ১৯,৯৯০/- টাকা থেকে সর্বোচ্চ ৪৭,৬০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন।
আরও পড়ুনঃ ব্যাংকে ১৩ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
প্রয়োজনীয় যোগ্যতা-
প্রকাশিত শর্ট নোটিফিকেশন অনুসারে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৮ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বয়সসীমার প্রয়োজন হবে এবং এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই শিক্ষাগত যোগ্যতাতেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিশদে জেনে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিতে হবে।
আবেদন পদ্ধতি- এখনও পর্যন্ত এই নিয়োগের বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন বিজ্ঞপ্তির মতোই এই ক্ষেত্রেও সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলার একটি প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ
আবেদনের তারিখ- বর্তমানে প্রকাশিত ছোট বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হতে চলেছে এই নিয়োগের আবেদন গ্রহণ, যা চলবে ০৬/০২/২০২৫ তারিখ পর্যন্ত।