২০২৪ সাল এবার শেষ হবার পালা! চলছে ২০২৪ সালের ডিসেম্বর মাস। আর ইতিমধ্যেই ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য পূর্ণ বার্ষিক ছুটির তালিকা প্রকাশিত হলো পর্ষদের পক্ষ থেকে। বার্ষিক তালিকাটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিবারের মতো এবারে আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের সাথে ছুটির বিষয়ে বৈষম্য রাখেনি সরকার।
পুজোর ছুটি
ছুটির তালিকাটি বিশদে দেখলে জানা যাচ্ছে যে ২০২৫ সালে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের জন্য দুর্গাপুজোর জন্য একটানা প্রায় ২৫ দিনের ছুটি প্রদান করা হচ্ছে।
সাধারণত রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে দুর্গাপূজা শুরু হওয়ার আগে অর্থাৎ চতুর্থী বা পঞ্চমী থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত ছুটি দেওয়া হয়ে থাকে। অথচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে এই ছুটি থাকে একটানা ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত। এইবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও দুর্গা পূজোর ছুটিটি একটানা ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ২৬/০৯/২০২৫ থেকে শুরু করে ২৪/১০/২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলি।
গরমের ছুটি
দুর্গাপূজার ছুটি বৃদ্ধি করা হলেও এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরমের ছুটি প্রদান করা হয়েছে মাত্র ৯ দিনের জন্য। সাধারণত পশ্চিমবঙ্গ রাজ্যে এপ্রিল মাসের শেষ থেকেই বেশ গরম পরতে দেখা যায় এবং মে-জুন মাস নাগাদ চলতে থাকে প্রবল তাপপ্রবাহ। এই কারণে বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী নির্ধারিত সময়সীমার পূর্বেই বিদ্যালয়ে গুলির পঠন-পাঠন বন্ধ করে দিতে হয়।
আরও পড়ুনঃ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য দুর্দান্ত সব স্কলারশিপের আপডেট, দেখে নিন এক্ষুনি
বেশ কয়েক বছর ধরে এমন ঘটনার পরেও মাত্র ৯ দিনের গরমের ছুটি ঘোষণা করা হয়েছে কীভাবে এই নিয়ে বেশ কিছু শিক্ষক সংগঠন প্রশ্ন তুলেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ০২/০৫/২০২৫ থেকে ১২/০৫/২০২৫ তারিখ পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন ছুটি।
অন্যান্য ছুটি
বছরের এই দুটি বড় ছুটির পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছুটির তালিকায় রয়েছে-
প্রথম পর্যায়ের ছুটি : ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী, মকর সংক্রান্তি (পৌষ পার্বন), নেতাজি জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পূজা (শ্রীপঞ্চমী), ঠাকুর পঞ্চানন বর্মা জন্মজয়ন্তী, সবেবরাত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিবরাত্রি, দোলযাত্রা, শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী, ঈদ-উল-ফিতর, রাম নবমী, মহাবীর জয়ন্তী, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ।
দ্বিতীয় পর্যায়ের ছুটি : গুড ফ্রাইডে, মে দিবস, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী, বুদ্ধপূর্ণিমা, কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী, ঈদুল আযহা বা ঈদুল আদহা (বকর-ঈদ), রথযাত্রা, মহরম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মজয়ন্তী।
তৃতীয় পর্যায়ের ছুটি : রাখি পূর্ণিমা, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, শিক্ষক দিবস, ফতেহা-দোয়াজ-দাহাম, বিশ্বকর্মা পূজা, মহালয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী, গান্ধী জন্মজয়ন্তী, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা, গুরু নানক জন্মজয়ন্তী এবং পরেশনাথের রথযাত্রা, শিশু দিবস, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী, বড়দিন এবং পর্ষদ বিবেচিত ছুটি।
আরও পড়ুনঃ ব্যাংকে ১৩ হাজার ক্লার্ক নিয়োগ, আবেদন করুন শুধু গ্র্যাজুয়েশন পাশে
২০২৫ সালে সব মিলিয়ে মোট ৬৫ টি ছুটি রয়েছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে।