পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি অত্যন্ত খুশির একটি খবর। শর্ট নোটিফিকেশনের মাধ্যমে IDO ২০২৫ নিয়োগের বিষয়ে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
এডভার্টাইজমেন্ট নম্বর: 15/2024
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৪/১২/২০২৪
WBPSC IDO Recruitment
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://psc.wb.gov.in) থেকে IDO নিয়োগের জন্য শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এই পদে আবেদনের তারিখ সম্পর্কে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সংস্থার পক্ষ থেকে। তাই ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই নিয়মিতভাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবেন।
পদের নাম- ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা IDO.
এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে জেনে নিন-
এই পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকলেও এই পদে আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
আরও পড়ুনঃ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ
প্রতিটি আবেদনকারীকে অন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যবর্তী হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পেয়ে যাবেন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় জেনারেল স্টাডিস, অংক ইত্যাদি বিষয়ের ওপর মোট ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ঘরে বসেই আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদনের জন্য www.psc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি প্রার্থীকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে দুর্দান্ত স্কলারশিপ। বছরে ১০ হাজার টাকা পাওয়ার সুযোগ
পশ্চিমবঙ্গ সরকারের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের শর্ট নোটিশ জারি করেছে পিএসসি। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশ হতে পারে। উপরোক্ত তথ্যগুলি পূর্ববিজ্ঞপ্তি থেকে প্রদান করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।