দেশ ভারতবাসীর কাছে মা, আর এই দেশ মায়ের সুরক্ষার দায়িত্ব দেশের প্রতিটি যুবক- যুবতীর উপর। সেই কারণেই দেশের প্রচুর যুবক যুবতী রয়েছেন যারা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশকে রক্ষা করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে ইচ্ছুক। সেই সমস্ত যুবক-যুবতীদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে ভারতীয় আধা সেনাবাহিনীগুলি। সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে অনেকগুলি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে।
এখানে চাকরি প্রার্থীরা কোন কোন পদে আবেদন করতে পারবেন, কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, শূন্য পদের সংখ্যা কত রয়েছে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া কেমন থাকবে, কত বেতন পাবেন ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য আজকের প্রতিবেদনটি পড়ে নিন।
নিয়োগকারী দপ্তর: বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF), ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP), আসাম রাইফেলস (AR), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)
যেসব পদে নিয়োগ করা হবে-
১) সাব ইন্সপেক্টর
২) হেড কনস্টেবল
৩) স্টেনোগ্রাফার
৪) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর
৫) হাবালদার
মোট শূন্য পদের সংখ্যা- ২৫২ টি।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান এয়ারফোর্সে এয়ারম্যান নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই আবেদন
মাসিক বেতন সীমা:
হেড কনস্টেবল পদে নিয়োজিত কর্মীরা বেতনক্রম- ৪ অনুসারে প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অপরদিকে সহকারি সাব ইন্সপেক্টর পদের কর্মীরা বেতনক্রম ৫ অনুসারে প্রতিমাসে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা বেতন পাবেন।
আবেদনের যোগ্যতা:
এখানে লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। এ কারণে প্রতিটি কর্মীকে অন্ততপক্ষে পাঁচ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই কর্মীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী কর্মীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া- সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে প্রথমে প্রতিটি আবেদন পত্র ভালোভাবে যাচাই করে দেখা হবে এবং তারপরে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET), দক্ষতা ও নথিপত্র যাচাই করণের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসিক বেতন ৩৪ হাজার টাকা
আবেদন প্রক্রিয়া- প্রতিটি চাকরিপ্রার্থী থেকে নিজেদের হাতে লিখে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য প্রয়োজনীয় সমস্ত নিয়মাবলী বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদন করার পূর্বে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। এখানে আবেদনের জন্য কোনরকম আবেদনমূল্য প্রদান করতে হবে না। তবে প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীকে ২১/০১/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করে দিতে হবে।