শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এবারে কাজ করার সুযোগ পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত কর্মী নিয়োগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এখান থেকে জানা যাচ্ছে যে আর মাত্র কিছুদিনের মধ্যেই প্রাণী সম্পদ উন্নয়ন সহকারি বা Livestock Development Assistant (LDA) পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
WBPSC LDA Recruitment 2025
WBPSC দ্বারা প্রকাশিত প্রাণী সম্পদ উন্নয়ন সহকারি পদে আবেদনের জন্য প্রতিটি চাকরিপ্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি চাকরি প্রার্থীর কাছে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। প্রতিটি যোগ্য চাকরিপ্রার্থী এই পদে কর্মী হিসেবে নিয়োগের পর ভালো মানের বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাও পেয়ে যাবেন। ভারতের যে কোন রাজ্য থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদের আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রতিটি চাকরিপ্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা বলতে জানতে হবে।
আরও পড়ুনঃ রাজ্য খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি দিলো পিএসসি
যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রাণী সম্পদ উন্নয়ন সহকারি পদে আবেদন জানাবেন তাদেরকে মূলত একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই একমাত্র ইন্টারভিউয়ের জন্য সুযোগ পাবেন। এই দুটি ধাপে সফলভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিস্তারিত মেরিট লিস্ট প্রকাশ করবে WBPSC। এরপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ করা হবে।
প্রতিদিন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ সম্পর্কে তো শর্ট নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই নিয়োগের শূন্য পদের সংখ্যা সম্পর্কিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী ২০২৫ সালের মধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন চাকরি প্রার্থীরা। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য এবং অন্যান্য যাবতীয় তথ্য WBPSC র অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ বাংলা মিডিয়াম স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো