এক বছর কিংবা দু’বছর নয়, মোট তিন বছরের চুক্তিভিত্তিক পদে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকারের ভূমি দপ্তর। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রতি মাসে ভালো পরিমাণ বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা। তাহলে এই পদের নিয়োজিত হওয়ার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য অর্থাৎ পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
যে পদে নিয়োগ করা হবে- ডাটা এন্ট্রি অপারেটর (গ্রুপ- সি)।
শূন্য পদ রয়েছে- ১৯টি।
আবেদনের জন্য যোগ্যতা- এই পদে আবেদনের জন্য প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে এবং তার সাথে ন্যূনতম ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা গ্রাজুয়েশনের সময় ৬০ শতাংশ বা তার উপরে নম্বর পেয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এই নিয়োগটি সম্পূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা থেকে হচ্ছে, তাই একমাত্র জেলার বাসিন্দা যোগ্য প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য।
চাকরির খবরঃ কলকাতা হাইকোর্টে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ
চাকরি প্রার্থীদের বয়সসীমা- প্রতিটি প্রার্থীর অন্যতম ২১ বছর বয়স থেকে এখানে আবেদন জানাতে পারবেন এবং সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৪৫ বছর। ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করা হবে।
প্রতিমাসের বেতন- যোগ্য কর্মীরা নিয়োগের প্রথম মাস থেকে ন্যূনতম ১৩ হাজার টাকা বেতন পাবেন। যদিও সরকারের প্রয়োজনীয়তা অনুযায়ী এই বেতন বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন কর্মীরা।
আবেদন পদ্ধতি- এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে www.purbamedinipur.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি থেকে আবেদনের সমস্ত যোগ্যতা সম্পর্কে বিশদে জেনে নিয়ে তবেই নিজের দায়িত্বে আবেদন জানাবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই এই আবেদনটি ১৫/০১/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য- প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ এর সুযোগ পেয়ে যাবেন। উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং সরকারের পক্ষ থেকে তাদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের ভূমি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই নিয়োগের লিখিত পরীক্ষার দিন হিসাবে ০৯/০২/২০২৫ তারিখটি ঘোষণা করা হয়েছে।
চাকরির খবরঃ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এলডিএ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
এখানে মোট তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে কর্মীর কাজের ওপর নির্ভর করে এই সময়সীমা বাড়ানো হতে পারে। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেওয়ার পরেও নিয়োগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য ইচ্ছুক প্রার্থীরা 03228-263070/127 এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।