চাকরির খবর

রাজ্যের মিড-ডে-মিল প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত

Advertisement

রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটো আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে দুটি জেলার ব্লক অফিসে এই কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা-II এবং নদীয়া জেলার করিমপুর-II ব্লকে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন।

চাকরির খবর: আগস্ট মাসের সমস্ত চাকরির খবর

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর। (DEO)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৩,০০০ টাকা।

চাকরির খবর: বাংলা সহায়তা কেন্দ্রের ইন্টারভিউ লিস্ট

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরন করে সঙ্গে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে অডিনারি পোষ্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড দিতে হবে। আবেদনপত্র যে খামের মধ্যে ভরে পাঠাবেন তার উপরে বড় হাতের অক্ষরে লিখতে হবে, “APPLICATION FOR THE POST OF DATA ENTRY OPERATOR”

নদীয়া জেলার করিমপুর- II DEV ব্লকের জন্য আবেদন করার শেষ তারিখ- ২০/০৮/২০২১, সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা- II ব্লকের জন্য আবেদন করার শেষ তারিখ একই হলেও সময়টা একটু বাড়িয়ে বিকেল ৫ টা পর্যন্ত।

Important Links:

Murshidabad Notice: Download Now
Nadia Notice: Download Now

Related Articles