মাধ্যমিক পাশ যোগ্যতাতে এবারে ভারতীয় রেলের গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে RRB। ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীরা খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন। ITI যোগ্যতা ছাড়াও চাকরিপ্রার্থীদের এখানে আবেদনের বিভিন্ন সুযোগ রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে এই বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে চাকরিপ্রার্থীদের সামনে। তাই আজকের প্রতিবেদন থেকে সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারেন চাকরিপ্রার্থীরা।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রেলওয়ে Level-1 (গ্রুপ ডি) : বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টস ম্যান, ট্র্যাক মেনটেনার ইত্যাদি পদের জন্য বিপুল পরিমাণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৩২,৪৩৮ টি। RRB র পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতনক্রম অনুযায়ী Level-1 এর বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এক্ষেত্রে নিয়োগের প্রথম মাস থেকেই মূল বেতন হিসাবে ১৮,০০০/-টাকার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন কর্মীরা।
রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার সাজেশন পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇
১৮ বছর থেকে ৩৬ বছরের চাকরি প্রার্থীরা খুব সহজেই রেলওয়ের গ্রুপ ডি পদে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংরক্ষিত শ্রেণী থেকে রয়েছেন, তারা অবশ্যই সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই এই পদে আবেদন জানানো যাবে। এর জন্য কোনরকম ITI সার্টিফিকেট থাকার প্রয়োজন হবে না। কোন কোন পদে কারা আবেদন জানাতে পারবেন – এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে নিন।
আরও পড়ুনঃ হলদিয়া পোর্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, মাসিক বেতন হবে ৭৫ হাজার টাকা
আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা RRB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের কাছে। ঘরে বসেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রুপ ডি পদের নির্দিষ্ট আবেদনপত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি ভালোভাবে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। সমস্ত আবেদন পত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে একবার ভালো করে চেক করে নিয়ে জমা করে দিতে পারবেন চাকরি প্রার্থীরা। এরপর সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া আবেদন মূল্যটি জমা করে দিলেই সম্পূর্ণ আবেদনটি গ্রহণ করা হবে।
RRB GROUP- D BEST BOOK
আরও পড়ুনঃ কবে থেকে শুরু রেলওয়ে গ্রুপ- ডি ফর্ম ফিলাপ? জেনে নিন এক্ষুনি
এই সমস্ত আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২৩/০১/২০২৫ তারিখ থেকে, যা চলবে ২২/০২/২০২৫ তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়কাল এর আগে বা পরে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন না। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আরও ভালোভাবে জেনে নেওয়ার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।