এপ্রেন্টিস পদে কাজ করতে যারা আগ্রহী তাদের জন্য সুখবর, ইরকন কোম্পানিতে এপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। কত সময়ের ট্রেনিং ও ট্রেনিং চলাকালীন কত টাকা স্টাইপেন্ড হিসেবে পাওয়া যাবে আবেদনের পদ্ধতির বিষয়ে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- এপ্রেন্টিস।
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা- গ্র্যাজুয়েট এপ্রেন্টিস পদের জন্য মোট ২০ টি পদ রয়েছে, তার মধ্যে সিভিল পদের জন্য ১৩ টি সিট রয়েছে। ইলেকট্রিক্যাল পদের জন্য ৪ টি , ST পদের জন্য ৩ টি সিট রয়েছে। টেকনিশিয়ান এপ্রেন্টিস পদের জন্য মোট ১০ টি পদ রয়েছে। তার মধ্যে সিভিল পদের জন্য ৭ টি সিট রয়েছে। ইলেকট্রিক্যাল পদের জন্য ২ টি , ST পদের জন্য ১ টি সিট রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েট এপ্রেন্টিস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি স্ট্রিমের পড়াশোনা ও টেকনিশিয়ান এপ্রেন্টিস পদের জন্য ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি স্ট্রিমের পড়াশোনার যোগ্যতা থাকা আবশ্যক।
বয়সসীমা- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। ১.১২.২০২৪ তারিখ অনুযায়ী এই বয়স সীমা যাচাই করে নেওয়া হবে। SC, ST, OBC দের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতনক্রম- গ্র্যাজুয়েট এপ্রেন্টিস পদের স্টাইপেন্ড হলো মাসিক ১০ হাজার টাকা ও টেকনিশিয়ান এপ্রেন্টিস পদের স্টাইপেন্ড হলো মাসিক ৮৫০০ টাকা।
চাকরির খবরঃ মাসিক ২৫ হাজার স্টাইপেন্ডে হিন্দুস্থান পেট্রোলিয়ামে অ্যাপ্রেন্টিস নিয়োগ
ট্রেনিং এর সময়কাল- ১ বছর।
আবেদন পদ্ধতি- এই পদে আবেদন করবার জন্য বিজ্ঞপ্তি ভালো মতো পড়তে হবে এবং নিজের যাবতীয় যোগ্যতা গুলি দেখে নিতে হবে। তারপর ইরকন কোম্পানির ওয়েবসাইট www.ircon.org তে গিয়ে career অপশনে ক্লিক করতে হবে , তারপর HR and career অপশনে ক্লিক করতে হবে। এরপর engagement of apprentices under apprentices act 1961 তে ক্লিক করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য একটি আবেদন প্রার্থীর কোনও একটি পদের জন্যই আবেদন গ্রাহ্য হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে এবং সাবমিট করতে হবে। প্রত্যেকটি আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং সেটিকে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে- JGM\HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District centre,saket,New Delhi -110017
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১। জন্ম সার্টিফিকেট হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে হবে।
২। যাবতীয় এডুকেশনাল সার্টিফিকেটেড প্রমাণ হিসেবে সমস্ত ডকুমেন্ট দিতে হবে।
৩। কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি থেকে থাকে।
৪। EWS সার্টিফিকেট।
৫। আইডেন্টিটি প্রুফ
৬। ফটোগ্রাফ
৭। নিজের স্বাক্ষর
চাকরির খবরঃ মাসিক ২৪ হাজার বেতনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- এই পদের ক্ষেত্রে কোন রকম ইন্টারভিউ হবে না। আবেদনকারী প্রার্থীদের রেজাল্টের ভিত্তিতে একটি শর্ট লিস্ট করা হবে এবং তারপর মেরিট লিস্ট বার করে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- এই পদে আবেদন করবার জন্য আবেদনের শেষ তারিখ হল ১৫.০১.২০২৫ ও অনলাইনে রিসিপ কপি জমা দেওয়ার শেষ তারিখ হল ২৫.০১.২০২৫
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.