২০২৫ সালের শুরুতেই মাধ্যমিক উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করেছিল ভারতীয় রেলওয়ে। এখানে রেলওয়ের একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে সম্প্রতি এই নিয়োগের শূন্যপদ সংক্রান্ত তথ্য নিয়ে বেশ কিছু সংশয় দেখা দিয়েছে। বেশ কিছু তথ্য অনুযায়ী, রেল বিভাগের পক্ষ থেকে ৫৮,০০০ শুন্যপদে এই নিয়োগটি হতে চলেছে, আবার কোন কোন মাধ্যম থেকে জানানো হচ্ছে যে এখানে শুন্যপদ তৈরি হয়েছে মোট ৩২,০০০ টি। কিন্তু আসল তথ্য কোনটি?
আসলে এখনও পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে ৫৮ হাজার শুন্যপদের ঘোষণা করা হয়নি। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৩২,৪৩৮ টি। তবে যত দিনে রেলওয়ের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, ততদিনে এই শূন্যপদের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এক্ষেত্রে ৫৮ হাজার শুন্যপদ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।
রেলওয়ে রিক্রূটমেন্ট বোর্ড কতৃক প্রকাশিত শূন্যপদের বিন্যাসঃ
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Pointsman-B | 5058 |
Assistant (Track Machine) | 799 |
Assistant (Bridge) | 301 |
Track Maintainer Gr. IV | 13187 |
Assistant P-Way | 257 |
Assistant (C&W) | 2587 |
Assistant TRD | 1381 |
Assistant (S&T) | 2012 |
Assistant Loco Shed (Diesel) | 420 |
Assistant Loco Shed (Electrical) | 950 |
Assistant Operations (Electrical) | 744 |
Assistant TL &AC | 1041 |
Assistant TL & AC (Workshop) | 624 |
Assistant (Workshop) (Mech) | 3077 |
মোট শূন্যপদের সংখ্যা | 32,438 |
প্রসঙ্গত, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এমনকি এই বিষয়ে শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে চাকরি প্রার্থীরা রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। এর পাশাপাশি ITI এবং রেলওয়ের অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলেও ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে বিভিন্ন পদে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এখানে অবশ্যই SC-ST, OBC, PWD চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ৫ বছর, ৩ বছর এবং ১০ বছরের ছাড় দেওয়া হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এই পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বেতন স্তর ১ অনুসারে প্রতিমাসে মূল বেতন হিসাবে ১৮,০০০/- টাকা পেয়ে যাবেন।
ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্যের সঙ্গে আবেদন পত্র পূরণ করে জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার জন্য UR/OBC পুরুষ প্রার্থীদের ৫০০ টাকা এবং SC/ST/মহিলা প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে। ২৩/০১/২০২৫ তারিখ থেকে ২২/০২/২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এই বিষয়ে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ ব্যারাকপুর এয়ারফোর্স স্কুলে শিক্ষক নিয়োগ, রইলো আবেদনপত্রের লিংক